শুভব্রত মুখার্জি: আইপিএলের প্লে অফের দুটি ম্যাচের আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন। ২৪ এবং ২৫ মে হওয়ার কথা রয়েছে এই ম্যাচ দু'টির। তবে বাধ সাধতে পারে প্রকৃতি। এমনটাই আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের ওই দিনগুলোতে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ম্যাচ বৃষ্টিবিঘ্নিত হলে কী হবে বা বৃষ্টিতে ম্যাচ যদি খেলা না যায় তাহলে আইপিএলের নিয়মানুযায়ী কী হবে আসুন তা দেখে নেওয়া যাক একনজরে।
ইডেন গার্ডেনে প্লে-অফ এবং কোয়ালিফায়ারের খেলা রয়েছে চলতি সপ্তাহের মঙ্গল এবং বুধবার। আবহাওয়া দফতরের খবর ওইদিনগুলোতেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ম্যাচ ভেস্তে গেলে কী করা হবে, আইপিএলের নিয়ম কী বলছে?
২৪ মে অর্থাৎ প্রথম দিন মুখোমুখি হবে গুজরাট টাইটানস এবং রাজস্থান রয়্যালস। সেই দিন ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি-ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমন অবস্থায় আইপিএলের নিয়মানুযায়ী ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০-৯:৩০ পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়ররা। এর মধ্যে খেলা শুরু করা গেলে পুরো ২০ ওভার খেলা হবে।তা না হলে ওভার কমিয়ে খেলানোর চেষ্টা হবে। সেক্ষেত্রে অন্তত পাঁচ ওভার করে দু’দলকে খেলানোর চেষ্টা করা হবে। আইপিএলের নিয়মানুযায়ী একটি ম্যাচ সম্পূর্ণ করতে দু'দলকে অন্ততপক্ষে ৫ ওভার করে ব্যাট করতে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।