টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে রয়েছেন সূর্যকুমার যাদব। আইসিসি-র মেগা ইভেন্টে ভারতের বড় ভরসার জায়গা সূর্য। টিম ইন্ডিয়ার বড় বাজি তিনি। সূর্য এখনও পর্যন্ত ভারতের হয়ে ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন। যাতে তিনি ৩৮.৭ গড়ে এবং ১৭৬.৮২ স্ট্রাইক রেটে ১০৪৫ রান করেছেন। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব।
তবে পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় আমির সোহেল ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে সূর্যকুমার যাদবকে নিয়ে খুব আশ্চর্যজনক মন্তব্য করেছেন। তিনি বলে দিয়েছেন, সূর্যকুমাররা কোনও সমস্যাই তৈরি করতে পারবেন না।
আরও খবর: ব্যাটিংয়ে হোঁচট খেল ইংল্যান্ড, আফগানদের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয়
২৩ অক্টোবরের অপেক্ষায় রয়েছে ভারত এবং পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা। কারণ সে দিনই তো ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান।
প্রসঙ্গত, গত ১২ মাসে এই দুই দল মোট তিন বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে তিনটি পাকিস্তান দু' বার জিতেছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। আর এই বছর ২০২২ এশিয়া কাপের গ্রুপ লিগ পর্বে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। তবে সুপার ফোর রাউন্ডে পাল্টা ভারতকে হারায় পাকিস্তান।
আরও খবর: BCCI vs PCB যুদ্ধ নিয়ে মুখ খুললেন রোহিত, জানালেন পাকিস্তান যাওয়া উচিত কিনা!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।