২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের জন্য ভারত এবং পাকিস্তান টিম ব্রিসবেনে রয়েছে। ভারত এবং পাকিস্তান উভয়ই এই বিশ্বকাপে গত বারের মতোই একই গ্রুপে রয়েছে। দুই দলই রয়েছে গ্রুপ-টু-তে। এর পাশাপাশি ভারত-পাক আবার নিজেদের প্রথম ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। যে ম্যাচটি হতে চলেছে ২৩ অক্টোবর, মেলবোর্নে।
আরও পড়ুন: চিতার ক্ষিপ্রতায় রানআউট, অজিদের অবাক করা ক্যাচ, অনুশীলন ম্যাচেই ফাটাফাটি কোহলি
এ দিকে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকরও, যিনি এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনিও এই সময়ে ব্রিসবেনে রয়েছেন। রবিবার গাভাসকর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম এবং কোচিং স্টাফদের সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে তিনি পাক অধিনায়ক বাবরকে কিছু ব্যাটিং টিপসও দিয়েছেন।
আরও পড়ুন: সকাল সকাল ম্যাচ জেতার পর কফি পান, সোমবার উপভোগ করছেন কেএল রাহুল
গাভাসকর গুরুত্বপূর্ণ পরামর্শও দেন বাবরকে। তিনি বলেন, যদি সঠিক মানসিকতা এবং পরিস্থিতি অনুযায়ী শট নির্বাচন করা হয়, তা হলে কোনও সমস্যা নেই। তিনি বলেন, ‘শট সিলেকশনটা দেখে শুনে করতে হবে। তা হলেই কোনও সমস্যা নেই। পরিস্থিতি অনুযায়ী শট বাছাই করতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।