শুভব্রত মুখার্জি
প্রথমে পাকিস্তান এবং পরবর্তীতে নিউজিল্যান্ড - এই দুই দলের বিরুদ্ধে পরপর দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায়ের পথে ভারত। অভাবনীয় কিছু না ঘটলে সেমিফাইনালে যাওয়া হচ্ছে না বিরাট কোহলিদের। এমন আবহে রবিবারের ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে কিংবদন্তি সচিন তেন্ডুলকর ভূয়সী প্রশংসায় ভরালেন কেন উইলিয়ামসন ও তাঁর দলকে।
সচিনের মতে, রবিবার টসে জিতে ফিল্ডিং নেওয়ার পরে প্রথম বল থেকেই উইলিয়ামসনের ফিল্ডিং সাজানো থেকে বোলিং পরিবর্তন - সবকিছুই ছিল অসাধারণ। তিনি ২০১৯ সালের বিশ্বকাপের কথা টেনে এনে বলেন, স্যান্টনার এমন প্রান্ত থেকে বল করছিলেন যে ঋষভ পন্তকে মিড উইকেটের উপর দিয়ে মারতে গেলে বাউন্ডারির সবথেকে বড় দিকটায় মারতে হত। সেই পরিকল্পনার ছাপ রবিবারের ম্যাচে দেখা গিয়েছে।
সচিন জানান, ‘কেনের পরিকল্পনা অসাধারণ ছিল। প্রথম ছ’ওভারে যদি নজর দিই, তাহলে দেখব আমরা ৩৫ রান করেছিলাম ২ উইকেট হারিয়ে। তার মধ্যে পাঁচ ওভারে এসেছিল ২০ রান । আর অ্যাডাম মিলনের একটি ওভারে আসে ১৫ রান। আমার জন্য ম্যাচের একটা গুরুত্বপূর্ণ সময় ছিল ৬-১০ ওভার। যে সময়টা আমরা একেবারেই স্বাধীনভাবে রান করতে পারিনি। এই সময়টা গুরুত্বপূর্ণ ছিল। সহজে সিঙ্গেলস আসেনি। যা ব্যাটারদের উপর চাপ বাড়ায়। ফলে তাঁরা বড় শট খেলতে গিয়েছিলেন। সেখানেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যাই। রোহিত (শর্মা), বিরাট (কোহলি) একইভাবে আউট হয়েছেন। পন্ত আসার সঙ্গে সঙ্গেই পেসারকে আনা হয়েছে। স্পিনারদের প্রান্ত বদল করা হয়েছে। ওকে মারতে গেলে বড় বাউন্ডারি পেরিয়ে চার ছয়-মারতে হত। আমরা কালকের ম্যাচটায় প্রথম থেকেই পিছিয়ে ছিলাম।'
এছাড়াও তিনি কালকের ম্যাচ নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণে জানিয়েছেন, ‘লেগ স্পিনাররা বলে একাধিক মিশ্রণ ঘটিয়েছেন। কাল ইশ সোধি আর স্যান্টনার খুব ভালো বল করেছে। দু’জনে ৮ ওভারে মাত্র ৩২ রান দেন। এই জায়গায় আমাদেরকে উন্নতি করতে হবে। ছোটো রান ডিফেন্ড করার ক্ষেত্রে পাওয়ার প্লে'তে তিনটি উইকেট তাড়াতাড়ি ফেলা দরকার ছিল। (জসপ্রীতঃ বুমরাহ ছাড়া কারও বলে সেভাবে ধার আমি লক্ষ্য করিনি। বরুণকে (চক্রবর্তী) দিয়ে আমরা বোলিং শুরু করেছিলাম। ও মিস্ট্রি বোলার বলে আশা ছিল যদি উইকেট চলে আসে। কিন্তু তা সম্ভব হয়নি। উইকেট আপনি না পেলে যা হওয়ার তাই হয়েছে। উইলিয়ামসন দলের স্তম্ভ। ওঁর সঙ্গে মিচেলের পার্টনারশিপ ম্যাচ ঘুরিয়ে দেয়। জুটিতে তাঁরা স্ট্রাইক বদলে বদলে ম্যাচের রং পালটে দেন। ভারতের জন্য কালকের দিনটা খারাপ ছিল। এরকম হয় মাঝেমাঝে। কালকের ম্যাচ নিয়ে আর এর বাইরে বলার কিছু নেই। আমি আশা করছি সামনের ম্যাচগুলিতে ভারত ভালো করবে। দলের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা থাকল।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।