1 মিনিটে পড়ুন Updated: 05 Nov 2022, 11:51 AM ISTSanjib Halder
ঋষভ পন্তকে কেন সুযোগ দেওয়া হবে না তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। হ্যাঁ, কার্তিক সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না। তবে কার্তিককে রক্ষা করেছেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। ভাজ্জি বলেছেন যে কার্তিক ছাড়াও আরও অনেক ব্যাটসম্যান ভালো করছেন না কিন্তু তাদের সমালোচনা করা হচ্ছে না তো।
দীনেশ কার্তিকের বর্তমান ফর্ম সমালোচকদের নিশানায় রয়েছে। যে কাজের জন্য নির্বাচকরা তাঁকে ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-এর জন্য দলে বেছে নিয়েছিলেন এবং যে কারণে রোহিত শর্মা তাঁকে পছন্দ করে প্লেয়িং-একাদশে সুযোগ দিচ্ছেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ঋষভ পন্তকে কেন সুযোগ দেওয়া হবে না তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। হ্যাঁ, কার্তিক সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না। তবে কার্তিককে রক্ষা করেছেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। ভাজ্জি বলেছেন যে কার্তিক ছাড়াও আরও অনেক ব্যাটসম্যান ভালো করছেন না কিন্তু তাদের সমালোচনা করা হচ্ছে না তো।
এই বিশ্বকাপে এখন পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে শুধু বিরাট কোহলির ব্যাটে রান এসেছে। এই বিশ্বকাপে কোহলি এখনও পর্যন্ত তিনটি হাফ সেঞ্চুরি করেছেন এবং তিনটিতেই জিতেছে ভারত। তারা ছাড়াও কেএল রাহুল, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব একটি করে ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন।
স্পোর্টস তাকের সঙ্গে কথা বলার সময় হরভজন বলেছিলেন, ‘যখন দীনেশ কার্তিক ইনজুরিতে পড়েছিল, আমি বলেছিলাম পন্তকে আনতে, যদি সে ফিট থাকে। নইলে তুমি কার্তিককে খেলিয়ে দাও। আপনি তাঁকে নিয়েছেন কারণ তিনি একজন ফিনিশার এবং কার্তিক যেখানে ব্যাট করেন সেখানে আপনি কখনই পন্তকে ব্যাট করাবেন না।’
এদিকে অ্যাঙ্কর হরভজনকে বাধা দিয়ে বললেন, ‘কিন্তু ৩টে ইনিংসে ব্যর্থ হয়েছেনকার্তিক।’ হরভজন এর জবাব দিয়ে বলেন, ‘দেখুন, অন্য খেলোয়াড়রাও ব্যর্থ হয়েছেন। কিন্তু তার মর্যাদা অনেক উঁচু, তাই আমরা তাঁকে নিয়ে কথা বলছি না। যেখানে দীনেশ কার্তিক ব্যাট করা সবচেয়ে কঠিন কাজ। যুবরাজ সিং ও এমএস ধোনির প্রশংসা যত কম। তার পরে যদি কাউকে দেখা যায় তবে তিনি হার্দিক পান্ডিয়া। আপনি যদি কার্তিককে পেয়ে থাকেন তবে তাঁকে একটি সুযোগ দিন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।