বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > IND vs ENG: ভারতের ইনিংসের প্রথম ১০ ওভারেই হেরে বসেছিলাম-পাল্টা রোহিতদেরই দায়ী করছেন সেহওয়াগ
পরবর্তী খবর
IND vs ENG: ভারতের ইনিংসের প্রথম ১০ ওভারেই হেরে বসেছিলাম-পাল্টা রোহিতদেরই দায়ী করছেন সেহওয়াগ
2 মিনিটে পড়ুন Updated: 11 Nov 2022, 04:23 PM ISTTania Roy
সেহওয়াগ বলেছেন যে, টিম ইন্ডিয়া এই ম্যাচটি তাদের ইনিংসের প্রথম ১০ ওভারেই হেরে বসেছিল। ওপেনার কেএল রাহুল ৫ বলে ৫ রান করে আউট হয়ে যান। রোহিত শর্মা ২৮ বলে ২৭ রান করেন। বিরাট কোহলি ৫০ রান করতে ৪০ বল লাগান। স্কোরবোর্ডে ১২ ওভারের পরে ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেটে মাত্র ৭৭ রান।
Ad
রোহিত শর্মা এবং বীরেন্দ্র সেহওয়াগ।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষটা খুব খারাপ ভাবে হয়েছে টিম ইন্ডিয়ার। তারা যে শুধুমাত্র সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে, তার জন্য় নয়। আসলে সেমিতে ইংল্যান্ডের তারা যে ভাবে হেরেছে, সেটাই হজম করতে পারছে না ভারতীয় ক্রিকেট মহল। শেষ চারের লড়াইয়ে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হেরেছে ভারত।
বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৮ রান করে ভারত। জবাবে, ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স হেলস এবং অধিনায়ক জস বাটলার মাত্র ১৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৭০ রান করে ফেলে। ২৪ বল বাকি থাকতে ১০ উইকেটে ভারত ম্যাচটি হেরে যায়।
অত্যন্ত খারাপ ভাবে হারের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বোলারদের দায়ী করেছেন। তাঁর এই বক্তব্যকে ঘিরে পাল্টা সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রোহিতের এই মন্তব্যে হতবাক ভারতীয় ক্রিকেট কিংবদন্তি এবং প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগও।
সেহওয়াগ পাল্টা বলেছেন যে, টিম ইন্ডিয়া এই ম্যাচটি তাদের ইনিংসের প্রথম ১০ ওভারেই হেরে বসেছিল। ওপেনার কেএল রাহুল মাত্র ৫ বলে ৫ রান করে আউট হয়ে যান। রোহিত শর্মা ২৮ বলে ২৭ রান করেন। বিরাট কোহলি ৫০ রান করতে ৪০ বল লাগান। যে কারণে প্রথম ১০ ওভারে রান রেট বাড়াতে ব্যর্থ হয় ভারত। স্কোরবোর্ডে ১২ ওভারের পরে ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেটে মাত্র ৭৭ রান।
টপ অর্ডার ব্যাটসম্যানদের দুষলেন বীরু
ক্রিকবাজের সঙ্গে কথা বলার সময়ে বীরু বলেছেন, ‘যদি টপ অর্ডার ১২ ওভার ব্যাট করার পরে ৮২ রান করে (৭৭ রান করেছিল), তা হলে পরবর্তী ব্যাটসম্যানরা ক্রিজে এসে নির্ভয়ে খেলবে এবং বাকি ৮ ওভারে ১০০ রান করে দেবে, এমন আশা করা ঠিক নয়। এটা সত্যি যে, এই গ্রাউন্ডে অ্যাভারেজ টোটাল ১৫-১৬০। আর ভারত এর চেয়ে বেশি রান করেছে। কিন্তু সে দিন যদি একজন ব্যাটার সেই পিচেই সেট হয়ে যায়, তখন গড় মোটের ব্যাপারটা কার্যকরী হয় না। আমরা ওয়াংখেড়ে বা ফিরোজ শাহ কোটলা বা চেন্নাইয়ে বহু বার এমনটা ঘটতে দেখেছি। এই ম্যাচে ১৫-১৬০ রান করে জেতাটা ভারতের সম্ভবই ছিল না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।