শুভব্রত মুখার্জি: দীর্ঘ এক দশকেরও বেশি সময় হয়ে গেল রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলের মঞ্চে খেলছেন বিরাট কোহলি। টানা আরসিবির অধিনায়কত্ব করার পরবর্তী সময়ে এই বছরেই অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়ে তা তুলে দিয়েছেন ফ্যাফ ডু'প্লেসির হাতে। তবে ব্যাটার কোহলির সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। আরসিবির ব্যাটিং লাইনআপের প্রধান কারিগরের ব্যাট হাতে সময় ভাল না গেলেও আরসিবি কিন্তু এখন ও টিকে রয়েছে প্লে অফে যাওয়ার লড়াইতে। যদিও তাতে ব্যাটার কোহলির অবদান কার্যত শূন্য বললেও অত্যুক্তি করা হবে না।
শনিবারের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ দলের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে আরসিবিকে। ম্যাচে বিরাট ব্যাট হাতে শূন্য করেছেন। বলা ভাল তার নামের পাশে লেখা হয়েছে 'গোল্ডেন ডাক'। মার্কো জানসেনের বলে মার্করামকে ক্যাচ দিয়ে তিনি ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। এর আগের ম্যাচেও বিরাট লখনউ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধেও 'গোল্ডেন ডাক' করেছিলেন। বলা ভাল আইপিএলের ইতিহাসে বিরাটের ক্যারিয়ারে এটাই প্রথমবার যখন তিনি পরপর ম্যাচে 'গোল্ডেন ডাক' করলেন।
বিরাটের ধারাবাহিক এই ব্যর্থতা সত্ত্বেও কি করে এখনও প্লে অফের লড়াইতে রয়েছে আরসিবি। এই প্রশ্নটা নিঃসন্দেহে বড় প্রশ্ন। চলতি মরশুমে বিরাটের ব্যর্থতা সত্ত্বেও আরসিবির এই সাফল্যের মূল কারিগর দুই ব্যক্তি। একজন অবশ্যই অভিজ্ঞ দীনেশ কার্তিক এবং অপরজন তরুণ বাঁহাতি ক্রিকেটার শাহবাজ আহমেদ। এর পাশাপাশি তাদের বাঁহাতি ওপেনার অনুজ রাওয়াতও যোগ্য সঙ্গত দিচ্ছেন।
ফিনিশারের ভূমিকায় দীনেশ কার্তিক অসাধারণ ফর্মে রয়েছেন। একের পর এক অসাধারণ ইনিংস খেলে দলের হয়ে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছেন। একমাত্র হায়দরাবাদ ম্যাচেই ব্যাট হাতে তিনি ব্যর্থ হয়েছেন। তার ঝুলিতে ৮ ম্যাচ খেলে রান সংখ্যা ২১০। সর্বোচ্চ ৬৬*। গড় ১০৫। স্ট্রাইক রেট ২০০। অপরদিকে শাহবাজ ৮ ম্যাচ খেলে করেছেন ১৭৮ রান। সর্বোচ্চ ৪৫। গড় ৩৫.৬০। স্ট্রাইক রেট ১২৮। অনুজ এই মুহূর্তে ৮ ম্যাচে করেছেন ১২৯ রান। সর্বোচ্চ রান ৬৬। স্ট্রাইক রেট ১০৯.৩২। ফলে বিরাট কোহলির ৮ ম্যাচে ১৭ গড়ে ৯৭ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৪৮ রান সহ মাত্র ১১৯ রান করার পরেও তার দল আরসিবি প্লে অফের দৌড়ে টিকে রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।