রঞ্জিতে মানসিক শক্তির দুরন্ত প্রদর্শন করেছেন হনুমা বিহারী। হার না মানা মনোভাব নিয়ে খেলেছেন তিনি। হনুমা বিহারী তাঁর বাঁ-হাতের ফ্র্যাকচার নিয়ে ভুগলেও চলতি রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে অন্ধ্রের দ্বিতীয় ইনিংসে আবারও অসাধারণ ব্যাটিং করলেন। হনুমা বিহারী ১১তম ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নেমেছিলেন, যখন তাঁর দল মাত্র ৭৬ রানে ৯ উইকেট হারিয়ে বসেছিল। অন্ধ্র অধিনায়ক ডান হাতের বদলে বাঁ-হাতে ব্যাট করা শুরু করেন। যাতে বাঁ-হাতের চোটের হাত থেকে বাঁচতে পারেন তিনি। এবং দলের স্কোরবোর্ডে কিছু রান যোগ করতে পারেন। হনুমা বৃহস্পতিবার ১৬ বলে ১৫ রান করেন, যার মধ্যে তিনটি বাউন্ডারিও রয়েছে।
আরও পড়ুন: যখন তুই অনূর্ধ্ব-১৯ দলে, তখন থেকে টেস্ট খেলছি- কোহলিকে ধমকে দিয়েছিলেন বিশ্বকাপে, দাবি পাক পেসারের
হনুমার সাহসী প্রচেষ্টায় অন্ধ্র স্কোরবোর্ডে মূল্যবান রান যোগ করে এবং অবশেষে ২৪৪ রানের লিড পায়। যাইহোক এ দিন অন্ধ্র ৯৩ রানে আলআউট হয়ে যায়। তবে হনুমার ইনিংসের সময়ে প্রতিপক্ষ দলও দাঁড়িয়ে অভিবাদন জানায় তাঁকে। এমন কী বাঁ-হাত বাঁচিয়ে তিনি যখন শটগুলি খেলছিলেন, তখনও সকলে হাততালি দিয়ে হনুমা বিহারীকে অনুপ্রাণিত করেছেন। তাঁর সাহসী মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন।
আরও পড়ুন: ভিডিয়ো- উমরানের ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল, স্টাম্প ছিটকে উড়ে গেল ৩০ গজের বাইরে
আর তিনি যখন রিভার্স সুইপ মেরে বাউন্ডারি হাঁকান, তখন ধারাভাষ্যকাররা তাঁর ব্যাটিং শৈলীকে তরোয়াল চালানোর সঙ্গে তুলনা করতে থাকেন। আর হনুমার সেই শটটির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।