GPL 2023: ইচ্ছে মতো ছক্কা হাঁকিয়ে ৪৪ বলে সেঞ্চুরি, একাই ম্যাচ জেতালেন রিয়ান পরাগ
1 মিনিটে পড়ুন Updated: 26 Feb 2023, 03:04 PM IST-
পালটা ব্যাট করতে নেমে বাড সিসি ১৪.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলে ম্যাচ জিতে যায়। রিয়ান পরাগ ১০১ রান করে অপরাজিত থাকেন। ৪৫ বলের ধ্বংসাত্মক ইনিংসে তিনি ৫টি চার ও ১১টি ছক্কা মারেন। রিয়ান ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ৪৪ বলে। এছাড়া ২৯ বলে ৩২ রান করেন কৌশিক গিরি। তিনি ৪টি চার ও ১টি ছক্ক মারেন। একসময় ২৫ রানে ৩ উইকেট হারানো বাড সিসি ৩৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে।
স্বরূপম ৮, হরদীপ সিং ৬ ও এরিক রায় ১ রান করে আউট হন। ৩৩ রানে ২টি উইকেট নিয়েছেন অভিনব চৌধুরী। ১৮ রানে ১টি উইকেট নেন রণজিৎ মালি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।