বাংলা নিউজ > ময়দান > ভাঙা পা সারিয়েই ক্লাব ক্রিকেটে অর্ধশতরান ম্যাক্সির, ভারতের বিরুদ্ধে দলে ফিরবেন?
পরবর্তী খবর
ভাঙা পা সারিয়েই ক্লাব ক্রিকেটে অর্ধশতরান ম্যাক্সির, ভারতের বিরুদ্ধে দলে ফিরবেন?
1 মিনিটে পড়ুন Updated: 18 Feb 2023, 09:14 PM ISTTania Roy
ম্যাক্সওয়েল পায়ের চোট সারিয়ে ২২ গজে ফিরেই তাক লাগিয়ে দিয়েছেন। উইকেন্ড ক্লাব ফিক্সচারে খেলার সময় তিনি দুর্দান্ত অর্ধশতরানও করেন। সোমবার থেকে আবার তিনি Sheffield Shield-এর ম্যাচেও খেলবেন। যদি ফিটনেস প্রমাণ করতে পারেন, তা হলে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ODI সিরিজের জন্য তাঁর নাম বিবেচনা করা হতে পারে।
গ্লেন ম্যাক্সওয়েল।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল চোট থেকে ফিরে ফের ক্লাব ক্রিকেট খেলতে শুরু করেছেন। এবং ক্লাব ক্রিকেটে দাপটের সঙ্গে হাফ সেঞ্চুরি করে ভারত সফরের দলে ঢোকার অন্যতম দাবীদার হয়ে উঠেছেন। পা ভেঙে দীর্ঘ দিন ২২ গজের বাইরে ছিলেন তিনি। বন্ধুর পার্টিতে গিয়ে ম্যাক্সওয়েলের পা ভেঙে গিয়েছিল। তবে সাদা বলের বিশেষজ্ঞ ব্যাটার ম্যাক্সওয়েল দুরন্ত অর্ধশতরান করে নিজের প্রত্যাবর্তনের কথা যেন ঘোষণা করেছেন। যা পরিস্থিতি, তাতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলে ম্যাক্সওয়েলকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
২০২২ সালের নভেম্বরে ম্যাক্সওয়েল তাঁর বন্ধুর বাড়িতে পার্টিতে গিয়েছিলেন। যেখানে তাঁর এক বন্ধু তাঁর পায়ে পড়ে গিয়েছিল। আর তাতেই ম্যাক্সওয়েল গুরুতর চোট পান এবং তাঁর পা ভেঙে যায়। ২০২২ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কয়েক দিন পর এই ঘটনাটি ঘটে। ৩৪ বছরের এই তারকা ব্যাটার পায়ের চোট সারিয়ে অবশেষে সুস্থ হয়ে ২২ গজে ফিরেছেন। উইকেন্ড ক্লাব ফিক্সচারে খেলার সময়ে তিনি একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরিও করেন। সোমবার থেকে আবার তিনি দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভিক্টোরিয়ার হয়ে মার্শ শেফিল্ড শিল্ডের ম্যাচেও খেলবেন।
ম্যাক্সওয়েল যদি তাঁর ফিটনেস প্রমাণ করতে পারেন, তা হলে আগামী মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাঁর নাম বিবেচনা করা হতে পারে। বিস্ফোরক ব্যাটসম্যান তাঁর ক্লাব ফিৎজরয়-ডনকাস্টারের হয়ে দু'টি ছক্কা এবং পাঁচটি চারের সাহায্যে ৬১ রান করেন। চোট সারিয়ে ওঠার পর ম্যাক্সওয়েল ম্যাচে ৯২ বল খেলেন এবং দলকে দুই উইকেটে জিততে সাহায্য করেন। এই অলরাউন্ডার ম্যাচে বল না করলেও, cricket.com.au-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর আর একটি ফিটনেস পরীক্ষা এখনও বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার শিল্ডের পরবর্তী ম্যাচে বল করবেন না তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।