সেমিফাইনাল জিতে সাংবাদিক সম্মেলনে এসে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ জানালেন এটা তাঁর খেলা সেরা রোলাঁ গারো ম্যাচ। জীবনের সেরা তিনটে ম্যাচের মধ্যে এটাএকটা। তবে এবার তিনি ফাইনালের দিকে তাকিয়ে রয়েছেন। তারাতারি সুস্থ হয়ে আরও বেশি শক্তি নিয়ে গ্রিসের স্টিফানোস চিচিপাসের বিরুদ্ধে মাঠে নামতে চান তিনি।
নোভাক জোকোভিচ জানান, ‘নিশ্চই এটা রোলাঁ গারোতে খেলা আমার সেরা ম্যাচ এবং জীবনের সেরা তিনটে ম্যাচের মধ্যে একটি। কোর্টে আমার সব থেকে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছিলাম। তিনি বহুদিন ধরে নিজের ক্ষমতায় এই জায়গাটা ধরে রেখেছিলেন। বিদ্যুতের অসাধারণ পরিবেশ। একটা রাত্রি যেটা আপনি সর্বদা মনে রাখবেন।’

‘যদিও শুরুটা আমি খুব একটা ভাল করতে পারিনি, আমি মনে করেছিলাম যে আমি বলটা ঠিকঠাক মারব এবং আমি সেটাই করছিলাম ও সেটাই আমাকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। যখন চতুর্থ ব্রেকে আমি পিছিয়ে ছিলাম তখন আমি নিজের সার্ভকে খুঁজে পাই। আজ রাতে সার্ভটা বড় অস্ত্র ছিলনা তবে ০-২ এর পরে এটা কাজ করে।’
জোকোভিচ জানান ‘আমি জানি আমায় কী করতে হবে। আমার সুস্থ হয়ে ওঠার ক্ষমতা খুব ভাল এবং আমার ফিজিও আমায় ঠিক জায়গায় নিয়ে চলে আসবেন।’
ফাইনালে জোকোভিচ মুখোমুখি হবেন গ্রিসের স্টিফানোস চিচিপাসের। প্রথম বার কোনএ গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছেন চিচিপাস। শুধু তাই নয়, তাঁর দেশের কোনও প্লেয়ার এই প্রথবার কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছেন। স্বভাবতই এই টুর্নামেন্ট জিতে ইতিহাস লিখতে চাইবেন গ্রিসের তরুণ তারকা। এ দিকে জোকোভিচও কোনও ভাবেই এই টুর্নামেন্ট হাতছাড়া করতে চাইবেন না। ফাইনালের প্রতিপক্ষকে নিয়ে নোভাক জোকোভিচ জানান, ‘চিচিপাস এখানে থামতে চাননা, তিনি এই বছর Ranking এর দৌড়ে অনেকটাই এগিয়েছেন। ক্লে কোর্ট হল সেরা জায়গা। শেষ বছরের সেমিফাইনালটা অসাধারণ হয়েছিল এবং আমার প্রয়োজন আরও বেশি শক্তি(স্টিফানোস চিচিপাসকে হারানোর জন্য)।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।