শুভব্রত মুখার্জি: অক্টোবর মাসেই ভারতের অনুষ্ঠিত হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে পাকিস্তান দল খেলতে আসবে কিনা নির্ভর করছে দেশের সরকারের অনুমতি পাওয়ার উপর। তবে বিশ্বকাপকে পাখির চোখ করে নিজেদের ঘর ধীরে ধীরে গোছাতে শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি। তাদের পরবর্তী লক্ষ্য নয়া প্রধান নির্বাচক নিয়োগ।
এই বিষয়ে নাজাম শেঠির স্থলাভিসিক্ত পিসিবি প্রধান জাকা আশরাফ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। যা শোনা যাচ্ছে, দুজন প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা হয়ে গিয়েছে জাকা আশরাফের। রশিদ লতিফ এই বিষয়ে যে অরাজি, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। আর উল্টোদিকে মহম্মদ হাফিজ পাক বোর্ডকে জানিয়ে দিয়েছেন, তিনি যে কোনও ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে পাকিস্তান দল। তারা ইতিমধ্যেই প্রথম টেস্ট জিতে গিয়েছে। শ্রীলঙ্কা সফর শেষ করে জাতীয় দল দেশে ফেরার পরেই ঘোষণা হতে পারে নয়া প্রধান নির্বাচকের নাম, যে দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন মহম্মদ হাফিজ। পিসিবির টপ ম্যানেজমেন্টের খুব পছন্দের হাফিজ। জাকা আশরাফের পছন্দের প্রার্থী অবশ্যই হাফিজ। গত জুনেই সিএমসির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। সেই সময়েই গোটা প্যানেলকে নিষিদ্ধ করা হয়েছিল।
আরও পড়ুন:- Emerging Asia cup 2023: নিকিন অবিশ্বাস্য ক্যাচ ধরলেও ক্রিজে দাঁড়িয়ে রানার সঙ্গে ঝামেলায় জড়ালেন সৌম্য সরকার- ভিডিয়ো
সংবাদ সংস্থা পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পিসিবি কর্তা জানিয়েছেন, ‘জাকা প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ এবং মহম্মদ হাফিজের সঙ্গে বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছেন। তাঁদেরকে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে তিনি অনুরোধ করেন। রশিদ অবশ্য বিষয়টি নিয়ে আগ্রহ দেখাননি। তবে এই দায়িত্ব নেওয়ার জন্য তিনি যে প্রস্তুত রয়েছেন তা জানিয়ে দিয়েছেন হাফিজ। রশিদ অন্যদিকে অ্যান্টি-কোরাপশন ইউনিটের দায়িত্ব নিতে আগ্রহী বলেই জানিয়েছেন।’
আরও পড়ুন:- Kohli Breaks Sachin's Record: সচিনের ‘সেঞ্চুরির’ রেকর্ড ভেঙে কিংবদন্তি ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি
দেশের হয়ে হাফিজ ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ান ডে এবং ১১৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। জাতীয় সিলেকশন কমিটির নয়া চেয়ার পার্সন হয়েছেন হারুন রশিদ। এই কমিটির সদস্য হিসেবে রয়েছে হেড কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন এবং দলের ডিরেক্টর মিকি আর্থার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।