1 মিনিটে পড়ুন Updated: 26 Dec 2022, 01:42 PM ISTTania Roy
২০২১ সালে রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ থেকে জিদান সরে আসার পরে, আর কোনও দলের সঙ্গে তিনি এখন যুক্ত নন। তাই তিনি এখন ফাঁকাই রয়েছেন। আর ব্রাজিলের জিদান সম্পর্কে অন্য আবেগ কাজ করছে। ব্রাজিল ফুটবল সংস্থা মনে করেন, এই দলকে ২০২৬ বিশ্বকাপের আগে সেরা হিসেবে গড়ে তুলতে পারেন একমাত্র প্রাক্তন ফরাসি তারকাই।
জিনেদিন জিদান।
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ব্রাজিল ছিটকে যাওয়ার পর দায়িত্ব ছেড়েছেন তিতে। এখন জল্পনা চলছে কে হবেন নেইমারদের নতুন কোচ! সূত্রের খবর, ব্রাজিলের ফুটবল সংস্থা জিনেদিন জিদানকে পেতে মরিয়া হয়ে রয়েছে। রবিবার ফ্রান্সের এক সংবাদপত্র জানিয়েছে, ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি দলের অন্যতম তারকার নাম নিয়ে জোরদার ভাবনাচিন্তা করছে ব্রাজিল ফুটবল সংস্থা।
শোনা গিয়েছিল, এএস রোমা দলের ম্যানেজার জোসে মোরিনহোকে কোচ করতে উদ্যোগী হয়েছে ব্রাজিলের ফুটবল সংস্থা। তবে মোরিনহোকে নিয়ে টানাটানি করছে পর্তুগালও। নিজের দেশের দলের কোচ হতেও রাজি নন প্রাক্তন চেলসি ম্যানেজার। কারণ তিনি জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে রোমার কোচিংই তিনি দারুণ উপভোগ করছেন। এর পরেই জিনেদিন জিদানকে কোচ করার ভাবনা শুরু হয়।
তবে ফ্রান্স ফাইনাল হেরে যাওয়ার পর দিদিয়ের দেশঁ-র ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। সেই সময়ে শোনা গিয়েছিল, জিদান হতে পারেন কিলিয়ান এমবাপের কোচ। তবে প্রধানমন্ত্রী ইমানুয়েল মাকরঁও প্রকাশ্যে বলে দেন, দেশঁকে কোচ হিসেবে ভবিষ্যতে দেখলে ব্যক্তিগত ভাবে তিনি অত্যন্ত খুশি হবেন। ফলে নতুন কোনও নাম নিয়ে আর বেশি চিন্তাভাবনাই করেনি ফরাসি ফুটবল ফেডারেশন। যে কারণে জিদানকে কোচ করতে সমস্যা নেই ফ্রান্সের।
২০২১ সালে রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ থেকে জিদান সরে আসার পরে, আর কোনও দলের সঙ্গে তিনি এখন যুক্ত নন। তাই তিনি এখন ফাঁকাই রয়েছেন। আর ব্রাজিলের জিদান সম্পর্কে অন্য আবেগ কাজ করছে। ব্রাজিল ফুটবল সংস্থার কর্তারা মনে করেন, এই দলকে ২০২৬ বিশ্বকাপের আগে সেরা হিসেবে গড়ে তুলতে পারেন একমাত্র প্রাক্তন ফরাসি তারকাই।
২০১৬ সালে ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছিলেন তিতে। ২০১৮-তে তাঁর তত্ত্বাবধানেই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় সেলেকাওরা। ২০২১-এ আর্জেন্টিনার কাছে হেরে ওই টুর্নামেন্টে রানার্স আপ হিসেবে সফর শেষ করে ব্রাজিল। তবে ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে তিতের ছেলেরা শেষ আটের গণ্ডি পার হতে পারেনি। ব্রাজিল সমর্থকরা এ বার ভেবেছিলেন দীর্ঘ ২০ বছরের ট্রফি খরা কেটে বিশ্বকাপ আসবে পেলের দেশে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিটও ছিলেন নেইমাররা। তিতের কোচিংয়ে দারুণ ছন্দে থাকা দলের যে এ ভাবে ছন্দপতন ঘটবে, তা ব্রাজিল সমর্থকদের ধারণার বাইরে ছিল। আর ব্রাজিল ব্যর্থ হতেই তিতের উপর চটে যায় নেইমারদের সমর্থকেরা। অবস্থা বেগতিক দেখে তিতে নিজেই সরে দাঁড়ান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।