ডুরান্ড কাপ ফাইনালের পুনরাবৃত্তি আইএসএলে। প্রথম ম্যাচে ২-০ গোলে এগিয়ে গিয়েও গোল হজম করে মুম্বইয়ের বিরুদ্ধে ড্র মোহনবাগান সুপার জায়ান্ট-এর। কার্যত এর জন্য দায় স্বীকার করে নিলেন কোচ জোসে মোলিনা। খেলার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমাদের কিছু ভুল হয়েছে। সেগুলির দায় আমাকেই নিতে হবে’। তিনি এই প্রদর্শনের জন্য দলকে দায়ী করতে নারাজ। এদিন খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন শিবির। তখন কেউ ভাবতেও পারেনি এরপর জেতা ম্যাচ ড্র করে আসবে মোহনবাগান। খেলার প্রায় শেষ লগ্নে দু’টি গোল শোধ করে মুম্বই সিটি এফসি।
এদিন ম্যাচ শেষে সাংবাদিকদের কোচ জোসে মোলিনা বলেন, ‘মোহনবাগান দল হিসাবে খারাপ ফুটবল খেলেনি। কিন্তু কয়েকটা বিশেষ সময় ভুল করে ফেলেছে। এই ভুলগুলো ঠিক করতে হবে। ছেলেরা ভাল খেলছে, আরও ভাল খেলার চেষ্টা করছে। আমরা আজ জয়ের একদম কাছেই ছিলাম। কিন্তু শেষ মুহূর্তের ভুলের জন্য তা সম্ভব হয়নি। এই ভুলগুলো বারবার করলে চলবে না।’ একই সঙ্গে বারবার এগিয়ে গিয়েও গোল হজম করা প্রসঙ্গে বলেন, ‘এটা মোটেও ঠিক নয়। আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তবে এর দায় আমাকেই নিতে হবে। হয়তো আমিই খেলোয়াড়দের ঠিক মতো বোঝাতে পারছি না।’ তিনি আশ্বাস দেন পরের ম্যাচ থেকে দল ঘুরে দাঁড়াবে। বিদেশী খেলোয়াড়দের থেকে মোলিনা আর একটু বেশি প্রত্যাশা করছেন বলেও জানিয়েছেন। যদিও এদিনের ম্যাচে মোহনবাগানের তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন খেলেননি। তবে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।