বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > MBSG vs EBFC: মোটেও পেনাল্টি ছিল না, হ্যামিলের ফাউলটা লালকার্ড হওয়া উচিত ছিল- ডার্বি ড্রয়ের পর রাগে ফুঁসছেন হাবাস
পরবর্তী খবর
MBSG vs EBFC: মোটেও পেনাল্টি ছিল না, হ্যামিলের ফাউলটা লালকার্ড হওয়া উচিত ছিল- ডার্বি ড্রয়ের পর রাগে ফুঁসছেন হাবাস
2 মিনিটে পড়ুন Updated: 03 Feb 2024, 11:41 PM ISTTania Roy
৫৩ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোলের দিকে পিছন ফিরে ছিলেন নওরেম মহেশ। তাঁর মাথার ওপর দিয়ে হেড করে বল ক্লিয়ার করতে যান পরিবর্ত ফুটবলার দীপক টাংরি। নওরেম মহেশকে অযথা ফাউল করে, তাঁর ঘাড়ের উপর উঠে পড়েছিলেন দীপক। সে কারণে পেনাল্টি পায় লাল-হলুদ। আর এই পেনাল্টি নিয়েই প্রশ্ন তুলে রেগে লাল হাবাস।
ডার্বি ড্র হওয়ার পর রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরালেন আন্তোনিও লোপেজ হাবাস।
আইএসএলে টানা তিন ম্যাচ হারের পর জুয়ান ফেরান্দোকে সরিয়ে ফের আন্তোনিয়ো লোপেজ হাবাসকে ফিরিয়ে এনেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। দায়িত্ব গ্রহণ করার পর আনুষ্ঠানিক ভাবে প্রথম ম্যাচই ছিল কলকাতা ডার্বি। তবে শনিবার যুবভারতী থেকে পুরো পয়েন্ট নিয়ে ফেরা হল না হাবাসের। তবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি ২-২ ড্র করায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাঁর অপরাজিত থাকার রেকর্ডটা অক্ষুন্নই থাকল।
তবে ম্যাচের পর রীতিমতো ক্ষুব্ধ হাবাস। আসলে ইস্টবেঙ্গলের পেনাল্টি দেওয়া নিয়েই তাঁর যত রাগ। ৫৩ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোলের দিকে পিছন ফিরে ছিলেন নওরেম মহেশ। তাঁর মাথার ওপর দিয়ে হেড করে বল ক্লিয়ার করতে যান পরিবর্ত ফুটবলার দীপক টাংরি। নওরেম মহেশকে অযথা ফাউল করে, তাঁর ঘাড়ের উপর উঠে পড়েছিলেন দীপক। সে কারণে পেনাল্টি পায় লাল-হলুদ। আর এই পেনাল্টি নিয়েই প্রশ্ন তুলে রেগে লাল হাবাস।
ম্যাচ শেষে মোহনবাগান কোচ রাগে গজরাতে গজরাতে বলেন, ‘দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল অনেক সময় নষ্ট করেছে। এত সময় নষ্টের পর মাত্র ৭ মিনিট অতিরিক্ত দেওয়া হল। অন্তত ১২-১৪ মিনিট দেওয়া উচিত ছিল। আর ইস্টবেঙ্গলকে যেটা পেনাল্টি দেওয়া হল, ওটা মোটেও পেনাল্টি ছিল না। রেফারি খারাপ সিদ্ধান্ত নিয়েছে। হ্যামিলকে যেটা ফাউল করা হল, সেখানেও লালকার্ড দেখানো উচিত ছিল।’
দলের ড্রয়ে শুরুর ধাক্কাও ভুলছেন না হাবাস। বলছেন, ‘চোটের জন্য শুরুতেই আনোয়ারকে তুলে নিতে হল। দ্বিতীয়ার্ধে ব্রেন্ডন হ্যামিলকেও পরিবর্তন করতে হল।’ ফুটবলারদের চোট চিন্তা বাড়িয়েছে হাবাসের। তিনি বলছিলেন, ‘দলে প্রচুর চোট রয়েছে। আনোয়ার দলের সঙ্গে পুরো ট্রেনিং করেছে। ম্যাচ ফিট ছিল, কিন্তু চোট পেয়ে গেল। ব্র্যেন্ডনও চোট পেয়েছে। দুজনের অবস্থা খতিয়ে দেখে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
ইস্টবেঙ্গল ম্যাচের পর ২০ পয়েন্টে রয়েছে বাগান ব্রিগেডের। পরের ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে। যারা লিগ টেবলের লাস্টবয়। এই প্রসঙ্গে এদিন হাবাস বলে দেন, ‘বাকি থাকা সব ম্যাচ এখন জেতাটাই আমাদের লক্ষ্য। লম্বা লিগ, এখনও অনেক ম্যাচ পড়ে রয়েছে। লড়াই চালিয়ে যেতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।