৭ বছর বাদে দলে ফিরছেন প্রিয় খাবরা, আবেগপূর্ণ ভিডিয়ো পোস্ট করল ইস্টবেঙ্গল
1 মিনিটে পড়ুন Updated: 22 Jun 2023, 11:10 AM ISTTania Roy
২০০৯ সাল থেকে ২০১৬ পর্যন্ত ইস্টবেঙ্গলেই কাটিয়েছিলেন খাবড়া। মাঝমাঠ এবং ডিফেন্স একাই সামলাতেন খাবড়া। ফের ৭ বছর বাদে খাবড়ার দলে ফেরা নিয়ে উচ্ছ্বসিত লাল-হলুদ ব্রিগেড।
হরমনজোৎ সিং খাবরা।
সাত বছর বাদে লাল-হলুদ জার্সি পরে আবার মাঠে নামতে চলেছেন পঞ্জাব তনয়। ট্রেভর জেমস মর্গ্যান জমানার ইউটিলিটি প্লেয়ার ছিলেন হরমনজ্যোৎ সিং খাবরা। এবার ফের তাঁর পুরনো ঝলক দেখার অপেক্ষায় ইস্টবেঙ্গল সমর্থকেরা।
২০০৯ সাল থেকে ২০১৬ পর্যন্ত ইস্টবেঙ্গলেই কাটিয়েছিলেন খাবড়া। মাঝমাঠ এবং ডিফেন্স একাই সামলাতেন খাবড়া। তাঁর নেতৃত্বে ইস্টবেঙ্গল জোড়া ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড, ইন্ডিয়ান সুপার কাপ জিতেছে, এমনকী টানা ৭ বার কলকাতা লিগে চ্যাম্পিয়নও হয়েছিল। কিন্তু তার পর হরমনজোৎ খাবড়া লাল-হলুদ ব্রিগেড ছেড়ে দেয়।
তবে ৭ বছর বাদে খাবড়ার দলে ফেরা নিয়ে লাল-হলুদ উচ্ছ্বসিত। প্রিয় প্লেয়ারের ঘরে ফেরা নিয়ে একটি ভিডিয়ো বানিয়েছে ইস্টবেঙ্গল। যেটা আবেগে পরিপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করে ইস্টবেঙ্গল ক্যাপশনে লিখেছে, ‘ঘরের ছেলে ঘরে ফিরলো’।
শুধু ক্লাব বা ক্লাবের সমর্থকেরা নয়, আবেগে ভাসছেন খাবড়াও। তিনি বলেছেন, ‘লাল-হলুদ রংয়ের মূল ফটক দিয়ে যে একবার বেরিয়ে এসেছে, সেই বলতে পারবে এই ক্লাবের আবেগের কথা, এই রংয়ের আবেগের কথা। সমর্থকদের হৃদয়ের টানও বুঝতে পারবেন একমাত্র তাঁরাই। আমায় হরমনজ্যোৎ খাবরা বানিয়েছে ইস্টবেঙ্গলই। সঠিক সময়ে আবার ইস্টবেঙ্গলে ফিরছি আমি।’
ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লস কুয়াদ্রাতের সঙ্গে ইতিমধ্যে কাজ করেছেন খাবড়া। বেঙ্গালুরু এফসি খেলার সময়ে কুয়াদ্রাতের কোচিংয়ে খেলেছেন খাবড়া। তিনি এই প্রসঙ্গে বলেছেন, ‘কুয়াদ্রাত যখন বেঙ্গালুরুর কোচ ছিল, সেই সময়ে একজন মিডফিল্ডারের দরকার ছিল। আমাকে মিডফিল্ডে খেলিয়েছিলেন কুয়াদ্রাত। প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে সেরাটা বের করে নিতে জানেন কোচ। আমাকে যে পজিশনে খেলতে বলবেন, আমি সেই পজিশনেই নিজেকে উজাড় করে দেব।’
নতুন মরশুম শুরুর আগেই নতুন কোচ নিয়ে এসে দল গঠনে জোর দিয়েছিল ইস্টবেঙ্গল। কার্লস কুয়াদ্রাত নিজের মতো করে দল গুছিয়ে নিচ্ছেন। এর আগে দুই স্প্যানিশ ফুটবলারকে সই করানোর কথা ঘোষণা করা হয়েছিল। ফরোয়ার্ডে খেলা জেভিয়ের সিভেরিও এবং মিডফিল্ডের সাউল ক্রেসপোকে সই করিয়েছিল লাল-হলুদ। এর পর তিন ভারতীয় ফুটবলার হরমনজ্যোৎ সিং খাবড়া, এডউইন ভনসপল এবং মন্দার রাও দেশাইকে সই করিয়ে দলের শক্তি বাড়িয়েছে লাল-হলুদ ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।