আর্জেন্তিনার বিশ্বকাপ জয় উদযাপন ঘিরে কেরলের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ ছড়াল। কান্নুরে দুটি গোষ্ঠীর ঝামেলার সময় তিনজন ছুরিকাহত হয়েছেন। কোচিতে শোভাযাত্রা হিংসাত্মক চেহারা নেওয়ায় তিনজন পুলিশকর্মী আহত হন। কোল্লামে আবার অসুস্থ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার রাতে আর্জেন্তিনা ফুটবল বিশ্বকাপ জয়ের পরই কেরলের বিভিন্ন প্রান্তে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। বিজয় মিছিল বের করা হয়। একাধিক প্রতিবেদন অনুযায়ী, কান্নুরের বিজয় মিছিল হিংসাত্মক চেহারা নিয়েছিল। পল্লিইয়ানমুলায় ছুরির আঘাতে তিনজন আহত হন। আপাতত তাঁদের চিকিৎসা চলছে। আর্জেন্তিনার জয় উদযাপনের সময় বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। সেই ঘটনায় ছ'জনকে পাকড়াও করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আর্জেন্তিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির সময় তিনজন ছুরিকাহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। সেই ঘটনার মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, কয়েকটি জায়গায় খেলাধুলোকে খেলোয়াড়সুলভ মনোভাব দিয়ে বিচার করা হয়নি। তার জেরে গুন্ডামি হয়েছে। যাঁরা ঝামেলা পাকিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ওই পুলিশকর্তা।
আরও পড়ুন: Lionel Messi in FIFA World Cup 2022: ৩৬ বছর পর আর্জেন্তিনাকে জেতালেন বিশ্বকাপ! সঙ্গে একাধিক বিশ্বরেকর্ড গড়লেন মেসি
তবে সেই হিংসার আঁচ থেকে বাদ যায়নি পুলিশও। তিরুবনন্তপুরমে পুলিশকর্মীই আক্রান্ত হয়েছেন। আর্জেন্তিনার বিজয় মিছিল সামলানোর সময় আহত হয়েছে পুলিশের এক সাব-ইনস্পেক্টর সাজি। উন্মত্ত জনতাকে যখন সামলানোর চেষ্টা করছিলেন সাজি, তখন তাঁকে লাথি মারা হয়। সেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, পুলিশ জানিয়েছে, কালুরে বাইকে করে বিজয় মিছিল করেন আর্জেন্তিনার সমর্থকরা। মত্ত অবস্থায় বেপরোয়াভাবে তাঁরা বাইক চালাচ্ছিলেন। তা নিয়ে প্রশ্ন করতেই পুলিশের উপর হামলা চালানো হয়। সেই ঘটনায় তিনজনকে পুলিশকর্মী আহত হয়েছেন।
আরও পড়ুন: Kolkata celebrates Argentina's WC Win: মাঝরাতে শোভাযাত্রা, ফাটল বাজি, উদ্দাম নাচ - আর্জেন্তিনার জয়ে রোসারিও হল কলকাতা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।