ডিসেম্বরের রাতে ফিরল ২০১১ সালের ২ এপ্রিলের রাতের ছবি। মহেন্দ্র সিং ধোনিরা ৫০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপ জেতার পর যেভাবে উচ্ছ্বাসে মেতে উঠেছিল পশ্চিমবঙ্গ, তা ফের দেখা গেল রবিবার রাতে। আর্জেন্তিনা ফুটবল বিশ্বকাপ জয়ের পর কলকাতা যেন রোসারিও হয়ে উঠেছিল, কৃষ্ণনগর যেন হয়ে উঠেছিল মার ডেল প্লাটা।
কাতারে বিশ্বকাপ ফাইনালের জন্য কয়েকদিন ধরেই সেজে উঠছিল কলকাতা-সহ পুরো পশ্চিমবঙ্গ। ইতিউতি ফ্রান্সের সমর্থক চোখে পড়লেও লিওনেল মেসির হাতে সেই বিখ্যাত ট্রফি দেখতে চাইছিলেন বেশিরভাগ মানুষ। সঙ্গে দেখতে চাইছিলেন ফুটবলের জাদুগরের ম্যাজিক। ফাইনালের ২৩ মিনিটেই সেই স্বপ্নপূরণ হয়। পেনাল্টি থেকে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন মেসি।
তারপরেই পশ্চিমবঙ্গের বাজি ফাটতে শুরু করে। ৩৬ মিনিটে ডি'মারিয়া ব্যবধান বাড়িয়ে ২-০ করার পর তো কান পাতা দায় হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল, মেসির হাতে বিশ্বকাপ দেখার জন্যই যেন কালীপুজোয় বাজি রেখে দিয়েছিল পশ্চিমবঙ্গ। শমীক বিশ্বাস নামে দক্ষিণ ২৪ পরগনার এক বাসিন্দা জানান, দ্বিতীয় গোলের সময় তাঁর ইন্টারনেট কানেকশনে সমস্যা হচ্ছিল। কিন্তু তাঁর পাড়ায় এত বাজি ফাটছিল যে বুঝতেই পারছিলেন, আবারও গোল করেছেন মেসিরা।
সেই দ্বিতীয় গোলের পর থেকেই আর্জেন্তিনার জয়ের উৎসব শুরু যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। শুধুমাত্র শেষ বাঁজির অপেক্ষা করতে থাকেন আর্জেন্তিনার সমর্থকরা। যত সময় যাচ্ছিল, তত উন্মাদনা বাড়ছিল। পাড়ার ক্লাব বা পার্কে জায়ান্ট স্ক্রিনের সামনে তখন নীল-সাদা ঢেউ উঠছিল। কিন্তু তারইমধ্যে কিলিয়ান এমবাপের জোড়া গোলে ফ্রান্স সমতা ফেরার পর টেনশনে পড়ে যান আর্জেন্তিনার সমর্থকরা। কিন্তু ১০৮ মিনিটে মেসির বলটা ফ্রান্সের জালে জড়ানোর পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা।
আরও পড়ুন: দেখুন: বিশ্বকাপ হাতে নিয়ে লকার রুমের টেবিলের উপরে উঠে লিওনেল মেসির নাচ
মেসির সেই গোলের পর লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তো ‘মেসি, মেসি’ স্লোগান উঠতে থাকে। একই অবস্থা হয় পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায়। কিন্তু তারপর ফের ধাক্কা দেন এমবাপে। পেনাল্টি শ্যুট-আউটে গড়ায় খেলা। মারাত্মক টেনশনের মধ্যে গঞ্জালো মন্টিয়ালের পেনাল্টিটা ফ্রান্সের জালে আছড়ে পড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে কলকাতা থেকে শিলিগুড়ি। তারস্বরে চিৎকার করতে থাকেন আর্জেন্তিনার সমর্থকরা। একে-অপরকে জড়িয়ে নাচতে থাকেন। ‘মেসি, মেসি’ স্লোগানে গমগম করতে থাকে।
শুধু তাই নয়, মেসিদের জয়ের পর কলকাতা, কৃষ্ণনগর, শিলিগুড়ি-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পাড়ায়-পাড়ায় শোভাযাত্রা বের হয়। আর্জেন্তিনার পতাকা নিয়ে খুদে, যুবক-যুবতী, প্রৌঢ়-প্রৌঢ়, বৃদ্ধ-বৃদ্ধারাও শোভাযাত্রায় সামিল হন। সেইসঙ্গে রাস্তায় উদ্দাম নাচতে থাকেন অনেকে। ব্যান্ড বাজানো হতে থাকে। জার্সি ঘুরিয়ে নাচতে দেখা যায় অনেক আর্জেন্তিনার সমর্থককে। অনেকেই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
শ্রীভূমি স্পোর্টিংয়ে এক আর্জেন্তিনা সমর্থক বলেন, ‘আমার অনুভূতিটা বোঝাতে পারছি না। দীর্ঘদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। বিশ্বকাপ জয়ের যোগ্য দাবিদার ছিলেন মেসি।’ সুজন দত্ত নামে এক আর্জেন্তিনা সমর্থক বলেন, 'আমার একটাই আক্ষেপ রয়ে গেল যে এই দুরন্ত জয়টা দেখে যেতে পারলেন না মারাদোনা।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।