সোশ্যাল মিডিয়াতে ফ্রান্স ড্রেসিংরুমের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সতীর্থদের উদ্দেশ্য করে এমবাপে বলছেন, ‘জীবনের সেরা সুযোগ। আমাদের সবার জীবনের সেরা ম্যাচ। চার বছরে একবার এমন সুযোগ আসে। আমরা এখনও পর্যন্ত যা করেছি, তার থেকেও খারাপ করতে পারতাম। ফলে আমরা কামব্যাক করতেই পারি।’
ফাইনালের বিরতিতে দলকে উজ্জ্বীবিত করেন এমবাপে।
শুভব্রত মুখার্জি: বিশ্ব ফুটবলের ইতিহাসে কাতার বিশ্বকাপের ফাইনাল অন্যতম সেরা ম্যাচ হিসেবে চিহ্নিত থাকবে। ম্যাচের প্রথমার্ধে কার্যত একপেশে ফুটবল খেলে আর্জেন্তিনা দল। বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল তারা। বিপক্ষ ফ্রান্সকে দেখে এক বারও মনে হয়নি তাঁরা সমস্যায় ফেলতে পারে লিওনেল মেসিদের। তবে ম্যাচের ভোল পাল্টে যায় দ্বিতীয়ার্ধে। রং পাল্টে দেন কিলিয়ান এমবাপে। সেই ফাইনালের বিরতিতে সতীর্থদের উদ্দীপ্ত করতে সাজঘরে এমবাপের 'পেপ টকের' ভিডিয়ো এ বার ভাইরাল হল।
সোশ্যাল মিডিয়াতে ফ্রান্স ড্রেসিংরুমের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সতীর্থদের উদ্দেশ্য করে এমবাপে বলছেন, ‘জীবনের সেরা সুযোগ (ফাইনাল খেলা)। আমাদের সবার জীবনের সেরা ম্যাচ। চার বছরে একবার এমন সুযোগ আসে। আমরা এখনও পর্যন্ত (প্রথমার্ধে) যা করেছি, তার থেকেও খারাপ করতে পারতাম। ফলে আমরা কামব্যাক করতেই পারি।’
ভিডিয়োতে রীতিমতো চেঁচিয়ে চেঁচিয়ে সতীর্থদের এভাবেই উদ্দীপ্ত করতে দেখা যায় এমবাপেকে। তিনি যেন বারবার বলতে চেয়েছেন, চার বছরে এক বার এমন সুযোগ আসে। এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। আমরা ম্যাচে ফেরার ক্ষমতা রাখি। মাত্র ২৪ বছর বয়সেই দলকে এ ভাবে এমবাপেকে 'নেতৃত্ব' দিতে দেখে মুগ্ধ নেটিজেনরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।