বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL Transfer News 2023: কুয়াদ্রাতের পরিকল্পনার অংশ নন, লাল-হলুদ ছেড়ে চেন্নাইয়িনে গেলেন বাঙালি ডিফেন্ডার
পরবর্তী খবর
ISL Transfer News 2023: কুয়াদ্রাতের পরিকল্পনার অংশ নন, লাল-হলুদ ছেড়ে চেন্নাইয়িনে গেলেন বাঙালি ডিফেন্ডার
1 মিনিটে পড়ুন Updated: 24 Aug 2023, 03:47 PM ISTTania Roy
গত মরশুমে তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেছিলেন সার্থক। তবে এই মরশুমে কার্লেস কুয়াদ্রাতের আমলে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন হরমনজোৎ সিং খাবরা। আইএসএলের দলে তাই সার্থকের জায়গা হওয়া কঠিন। কারণ রাইটব্যাকে এবার খেলানো হচ্ছে খাবরাকেই।
সার্থক গোলুই।
কলকাতা লিগে ভালো ছন্দে থাকলেও, আইএসএল খেলা নিয়ে নিশ্চয়তা ছিল না। যে কারণে ইস্টবেঙ্গল ছেড়ে চেন্নাইয়িন এফসি-তে যোগ দিতে চলেছেন সার্থক গোলুই। তবে লাল-হলুদের সঙ্গে চুক্তি থাকায়, লোনে চেন্নাইয়িনে যোগ দিয়েছেন সার্থক।
গত মরশুমে তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেছিলেন সার্থক। তবে এই মরশুমে কার্লেস কুয়াদ্রাতের আমলে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন হরমনজোৎ সিং খাবরা। আইএসএলের দলে তাই সার্থকের জায়গা হওয়া কঠিন। কারণ রাইটব্যাকে এবার খেলানো হচ্ছে খাবরাকেই। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিতে দেরী করেননি বাঙালি ডিফেন্ডার। যে কারণে এবার সার্থক পাড়ি জমালেন চেন্নাইয়িন এফসিতে।
মজার বিষয় হল, চেন্নাইয়িনের ফুলব্যাক হিসেবে গত মরশুমে ইস্টবেঙ্গল ছেড়ে যোগ দিয়েছিলেন বাংলার আর এক ডিফেন্ডার অঙ্কিত মুখোপাধ্যায়। অঙ্কিত, সার্থক এবার চেন্নাইয়ের দলের রক্ষণের অন্যতম ভরসা হতে চলেছেন। শুধু এই দুই ডিফেন্ডারই নন, চেন্নাইয়িনে বাঙালি তারকার ছড়াছড়ি। মহম্মদ রফিক, রহিম আলি, সৌরভ দাস, নারায়ণ দাস, সজল বাগ, গোলকিপার দেবজিৎ মজুমদাররাও রয়েছেন এই দলেই।
কলকাতা ময়দানে সার্থক পরিচিত নাম। ইস্টবেঙ্গলের আগে তিনি খেলেছেন মোহনবাগানে। প্রাক্তন মোহনবাগান কোচ সঞ্জয় সেনের অন্যতম বড় ভরসা ছিলেন তিনি। পাশাপাশি কন্সট্যানটাইনেরও বিশ্বস্ত সৈনিক ছিলেন সার্থক। তবে কুয়াদ্রাতের জামানায় তিনি সাইড লাইন হয়ে পড়েছিলেন। কারণ কুয়াদ্রাতের পরিকল্পনায় ছিলেনই না সার্থক। তাই কলাকাতা লিগে খেললেও, লাল-হলুদ জার্সিতে সার্থকের ভবিষ্যত ছিল অন্ধকার। যে কারণে তিনি লাল-হলুদ ছাড়ার সিদ্ধান্ত নেন। আপাতত এক বছরের লোনে চেন্নাইয়িন এফসি-তে যোগ দিয়েছেন সার্থক।
মোহনবাগানের জার্সিতে উত্থান হয়েছিল সার্থক গোলুইয়ের। সবুজ-মেরুনে তিনি প্রথম নজর কাড়েন। ফেডারেশনের অ্য়াকাডেমি থেকে সার্থকের ফুটবল জীবন শুরু। ২০১৬ সালে তিনি সবুজ মেরুনে যোগ দেন। মোহনবাগানের হয়ে দুই মরশুম কাটানোর পর তিনি আইএসএলের ক্লাব পুনে সিটিতে নাম লেখান। এর পর পুনে তাঁকে ছেড়ে দেয়। গত মরশুমে সার্থক ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন। কনস্ট্যানটাইনের দলে নিয়মিত ফুটবলারও ছিলেন তিনি। এছাড়াও সার্থক বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি-তে খেলেছেন। এবার সার্থক যোগ দিলেন চেন্নাইয়িনে। তাঁর সামনে এবার নিজেকে প্রমাণ করার বড় চ্যালেঞ্জ। নিজেকে নিংড়ে দিয়ে সার্থক প্রমাণ করতে চাইবেন, তাঁকে কুয়াদ্রাত তাঁর পরিকল্পনার অংশ না করে আখেরে ভুলই করেছে। দেখার, চেন্নাইয়িনে নিজের লড়াই বাঙালি ডিফেন্ডার সার্থক করতে পারেন কিনা!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।