গত মরশুমের আইএসএল ফাইনালে উঠেও খেতাব জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে কেরালা ব্লাস্টার্সের। তবে এ মরশুমে আবারও নতুন উদ্যম নিয়ে মাঠে নামতে মরিয়া কেরালা। তাই সবার প্রথমে দলের ভিতটা মজবুত করতে উদ্যোগী তারা। সেই উদ্দেশ্যেই দলের ডিফেন্ডার মার্কো লেসকোভিচের চুক্তি বাড়াল কেরালা।
৩১ বছর বয়সি লেসকোভিচ গত মরশুম ডিনামো জাগ্রেব থেকে কেরালায় যোগ দিয়েছিলেন। নিজের প্রথম আইএসএল মরশুমেই কেরালার ফাইনাল পর্যন্ত দৌড়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ক্রোয়েশিয়ার জাতীয় দলে খেলা ডিফেন্ডার। ২১ ম্যাচ খেলে তিনি নিজের প্রথম আইএসএল মরশুমে ৩৮টি ট্যাকেল ও ৩৭টি ইন্টারসেপশন করেন। এই জমাটি মরশুমের পরেই তাই তাঁর চুক্তি ২০২৪ সাল পর্যন্ত বাড়াল কেরালা। এই জিকসন সিংদের পর তৃতীয় খেলোয়াড় হিসাবে লেসকোভিচের চুক্তি বাড়াল কেরালা। কোচ ইভান ভুকোমানোভিচেরও চুক্তি আগেই বাড়িয়েছে দক্ষিণের ক্লাবটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।