এ বছরের সন্তোষ ট্রফিতে বাংলাকে নেতৃত্ব দিয়েছেন, তুলেছেন ফাইনালে। তারপর আইএসএলে খেলাটাই যে তাঁর পাখির চোখ ছিল, তা আগেই জানিয়েছিলেন মনোতোষ চাকলাদার। এবার তাঁর স্বপ্ন সত্যি হল। দুই বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়িনের হয়ে সই করলেন মনোতোষ।
মনোতোষ এর আগে গোকুলাম কেরালা, ইস্টবেঙ্গলের হয়ে আই লিগে খেলেছেন। মহামেডানের হয়েও খেলেছেন। ২০১৯ সালে পিয়ারলেসের ঐতিহাসিক কলকাতা ফুটবল লিগ জয়ী দলের সদস্য ছিলেন ২৪ বছর বয়সি তারকা। তবে আইএসএলে এই প্রখমবার খেলবেন তিনি। তাঁর প্রাক্তন দল ইস্টেবেঙ্গলও তাঁকে প্রস্তাব দিয়েছিল বলে খবর। তবে প্রস্তাব থাকলেও, সেখানে জটিলতা ছিল অনেক বেশি। তাঁকে বলা হয়েছিল, আগে কলকাতা লিগে খেলতে হবে। তার পর পারফরম্যান্সের বিচারে কোচের পছন্দ হলে, তবেই আইএসএলে খেলার সুযোগ পাবেন তিনি। তবে চেন্নাইয়িনে আরও ভাল প্রস্তাব এবং সরাসরি আইএসএল খেলার সুযোগ দেওয়ায় তিনি সেখানেই সই করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।