বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কবে হবে ISL 2022-23 মরশুমের ফাইনাল? প্লে-অফের ম্যাচই বা কবে হবে? জানুন বিস্তারিত
পরবর্তী খবর
কবে হবে ISL 2022-23 মরশুমের ফাইনাল? প্লে-অফের ম্যাচই বা কবে হবে? জানুন বিস্তারিত
1 মিনিটে পড়ুন Updated: 03 Feb 2023, 05:57 PM ISTTania Roy
শীর্ষে থাকা মুম্বই পরের পর্ব নিশ্চিত করে ফেলেছে। ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তারা বাকি দলগুলির ধরাছোঁয়ার বাইরে। তাদের সরাসরি সেমিতে খেলা নিশ্চিত। হায়দরাবাদও কার্যত পৌঁছেই গিয়েছে নকআউট পর্বে। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট তাদের। বাকিদের মধ্যে লড়াই চলছে।
ইন্ডিয়ান সুপার লিগের নক আউট পর্বের সূচি প্রকাশিত।
আইএসএলে নক আউট পর্বে কোন কোন টিম যাবে, এই নিয়ে অনেক অঙ্কের হিসেব রয়েছে। সাপলুডোর লড়াইয়ে টিমের ওঠানামা চলছেই। তবে শীর্ষে থাকা মুম্বই পরের পর্ব নিশ্চিত করে ফেলেছে। ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তাদের বাকি দলগুলির ধরাছোঁয়ার বাইরে। তারা সরাসরি সেমিতে খেলা নিশ্চিত। হায়দরাবাদও কার্যত পৌঁছেই গিয়েছে নকআউট পর্বে। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট তাদের। বাকিদের মধ্যে লড়াই চলছে।
আপাতত তৃতীয় স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স (১৫ ম্যাচে ২৮ পয়েন্ট), চতুর্থ স্থানে এটিকে মোহনবাগান (১৫ ম্যাচে ২৭ পয়েন্ট), পঞ্চম স্থানে রয়েছে এফসি গোয়া (১৫ ম্যাচে ২৬ পয়েন্ট) এবং ষষ্ঠ স্থানে রয়েছে উড়িষ্যা (১৫ ম্যাচে ২৩ পয়েন্ট)। তবে সপ্তম স্থানে থাকা বেঙ্গালুরু এফসি (১৬ ম্যাচে ২২ পয়েন্ট) এবং অষ্টম স্থানে থাকা চেন্নাইয়িন এফসিও (১৬ ম্যাচে ১৮ পয়েন্ট) নক আউট পর্বে যেতে পারবে। নবম স্থানে থাকা ইস্টবেঙ্গলেরও (১৫ ম্যাচে ১২ পয়েন্ট) ক্ষীণ আশা রয়েছে নক আউট পর্বের।
এর মাঝেই ঘোষণা করা হল ২০২২-২৩ আইএসএলের নক আউট পর্বের সূচী। প্লে-অফ খেলা হবে ৩ মার্চ এবং ৪ মার্চ। লিগ টেবিলের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দলগুলি এই রাউন্ড খেলবে। এটি এক লেগ-এর হবে।
৭ই মার্চ থেকে ১৩ই মার্চ পর্যন্ত চলবে সেমিফাইনাল রাউন্ড। গ্রুপ পর্যায় প্রথম দুইয়ে শেষ করা দলের সঙ্গে প্লে অফের দুই বিজয়ী মুখোমুখি হবে একে অপরের। সেমিফাইনাল দুটি লেগের হতে চলেছে। আর আইএসএলের ফাইনাল হবে ১৮ই মার্চ।
লিগ টেবিলের অবস্থান অনুযায়ী প্লে অফের ফর্ম্যাট এবং তারিখ:
নকআউট ১: ৩ মার্চ – ৪ (হোম টিম) বনাম ৫ (অ্যাওয়ে টিম)
নকআউট ২: ৪ মার্চ – ৩ (হোম টিম) বনাম ৬ (অ্যাওয়ে)
সেমিফাইনাল ১ – প্রথম লেগ: ৭ই মার্চ – ১ (হোম টিম) বনাম নকআউট ওয়ানের বিজয়ী
সেমিফাইনাল ২ – প্রথম লেগ: ৯ই মার্চ – ২ (হোম টিম) বনাম নকআউট টু-র বিজয়ী
সেমিফাইনাল ১ – দ্বিতীয় লেগ: ১২ মার্চ – নকআউট ১ (হোম টিম) বনাম ওয়ানের বিজয়ী
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।