ISL 2023-2024 Standings: জয়ের খাতা খুলেই পয়েন্ট টেবলে বড় লাফ ইস্টবেঙ্গলের, বাকি দলগুলির হাল কী?
Updated: 01 Oct 2023, 10:00 AM IST Tania Roy
আইএসএলের প্রথম ম্যাচ ড্র হওয়ায় দ্বিতীয় ম্যাচে জয় দরকার ছিল ইস্টবেঙ্গলের। শনিবার ক্লেটন সিলভার জোড়া গোলে সেই জয়টাই ছিনিয়ে নেয় লাল-হলুদ। হায়দরাবাদকে হারিয়ে তারা পয়েন্ট টেবলে বড় লাফ মারে। কী অবস্থা এখন আইএসএল পয়েন্ট টেবলের, জেনে নিন নিজেরাই।