অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে আই লিগ শুরুর পাশাপাশি ভারতীয় মহিলা ফুটবল লিগের সূচনা হওয়ার কথা রয়েছে ১৮ নভেম্বর থেকে। শেষ হবে ১৬ মার্চ। বৃহস্পতিবার এআইএফএফের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে আই লিগ।
শুভব্রত মুখার্জি: ভারতীয় ফুটবলকে একেবারে ঢেলে সাজাতে উদ্যোগী কল্যাণ চৌবের নেতৃত্বাধীন এআইএফএফ। তাদের পরিশ্রমের সুফলও পাচ্ছে ভারতীয় দল। শেষ চার মাসে তিনটি আন্তর্জাতিক ট্রফিও জিতে নিয়েছে সুনীল ছেত্রীরা। দীর্ঘ দিন বাদে এবার ফিফা ক্রমতালিকাতেও ৯৯ নম্বরে উঠে এসেছে ভারতীয় দল। আর জাতীয় দলের অন্যতম সাপ্লাই লাইন আই লিগের মতন টুর্নামেন্টগুলোর দিকেও এবার নজর দিয়েছে এআইএফএফ। যা জানা যাচ্ছে, তাতে করে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই শুরু হতে চলেছে আই লিগ। সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই ক্লাবগুলোকে নির্দেশও পাঠানো হয়ে গিয়েছে এআইএফএফের তরফে। মাঠের অবস্থার উন্নতি ঘটাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠে ফ্লাডলাইট বসানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে আই লিগ শুরুর পাশাপাশি ভারতীয় মহিলা ফুটবল লিগের সূচনা হওয়ার কথা রয়েছে ১৮ নভেম্বর থেকে। শেষ হবে ১৬ মার্চ। বৃহস্পতিবার এআইএফএফের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে এআইএফএফের তরফে বিভিন্ন ফর্ম্যাটে এবারের আই লিগ আয়োজন নিয়ে কথা হয়েছে। উদ্দেশ্য একটাই, লিগকে আরও আকর্ষণীয় করে তোলা। দীর্ঘ বৈঠক হয়েছে। নানা দিক এতে উঠে এসেছে। এআইএফএফের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে তারা আর কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আই লিগকে পরিকাঠামোগত ভাবে বিশ্বমানের করতে উদ্যোগী হয়েছে এআইএফএফ। সেই উদ্দেশ্যেই ক্লাবের পিচ থেকে শুরু করে ফ্লাডলাইট সব বিষয়ে নজর দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।