শুভব্রত মুখার্জি:- কলকাতা হোক কিংবা দেশের অন্যান্য রাজ্য, সব ক্ষেত্রেই ফুটবল দলগুলোর ক্ষেত্রে ছবিটা প্রায় এক। দলগুলোর হেড কোচের দায়িত্বে রয়েছেন বিদেশি কোচরা। কলকাতার ময়দানের তিন ক্লাবও এখন সেই পথেই হেঁটেছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান, তিন প্রধানেই হেড কোচের দায়িত্বে রয়েছেন বিদেশি কোচরা।
তিন ক্লাবের সহকারি কোচ হিসেবে দেশীয় কোচরা দায়িত্বে থাকলেও প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন বিদেশি কোচরা। ফুটবলার বাছা থেকে সবকিছু তাঁদের সিদ্ধান্তেই করা হয়। পারফরম্যান্স খারাপ হলে এক বিদেশি কোচকে পরিবর্তন করে আনা হয় আরেক বিদেশি কোচকে। কলকাতা ময়দানে বিদেশি কোচদের প্রতি এই আনুগত্য নিয়ে বরাবর সরব ভারতের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। মোহনবাগানের ঘরের ছেলে বলে পরিচিত তিনি। এবার ডার্বিতে মোহনবাগানের হারের পর তিনি ফের একই বিষয় নিয়ে সরব হয়েছেন।
সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টের ডার্বি হার নিয়ে প্রশ্ন করা হয়েছিল মোহনবাগানের ঘরের ছেলেকে। তাঁর তরফে স্বভাবসিদ্ধ চাঁচাছোলা ভঙ্গিমায় এর উত্তর দেওয়া হয়েছে। আক্রমণ করেছেন বিদেশি কোচকে। মোহনবাগানের ডার্বি হার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন, ‘বিদেশি কোচ নিয়ে এসেছে তো (মোহনবাগান) তাহলে পারল না কেন? এরা তো বিদেশি কোচ নিয়ে আসছে ভালো পারফরম্যান্স করতে তাই না। মনে করে বিদেশি কোচ নিয়ে এলেই সব সুরাহা করে দেবে। এরা একটা ফুটবলার দেখাক যাকে বিদেশি কোচ তুলেছে। দেশের একটা প্রতিভা দেখাক যাদের এই বিদেশি কোচরা তুলে এনেছে। এদের নিয়ে অনেক বেশি ঢাকঢোল পেটানো হয়। কাজের কাজ কিছু হয় না।'
আরও পড়ুন:- শূন্যর মিছিল পোলার্ডের দলে, দক্ষিণ আফ্রিকায় হারলেও পুরান জেতালেন আমিরশাহির MI-কে
কলিঙ্গ সুপার কাপ ডার্বি নিয়ে তিনি বলেন, ‘খেলায় হার জিত রয়েছে। ইস্টবেঙ্গল আগে হেরেছে। টানা হেরেছে তারা। মোহনবাগানও হেরেছে। তবে ফুটবলারদের কতটা উন্নতি হয়েছে সেটা দেখতে হবে। ফুটবলে তাদের দক্ষতা কতটা সেটা দেখতে হবে। বিদেশি কোচরা ক’টা সিস্টেম তৈরি করেছে। একজন বিদেশি কোচ নেই যে ভারতীয় ফুটবলকে একধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। দেশীয় কোচদের প্রতি ফুটবল ক্লাবগুলোর এই অনাস্থার কী কারণ আমি এখনও বুঝতে পারি না।'
তিনি আরও বলেন, ‘মোহনবাগানের খারাপ খেলার অন্যতম কারণ ভালো ফুটবলার নেই। ফুটবলাররা খেলতে পারলে কোচের সুনাম হবে। কিন্তু এক্ষেত্রে ফুটবলার নেই, ফলে ভালো কোচ এসেও কিছু করতে পারছে না।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।