বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup 2022: আমরা ফিরবই- ফাইনালে হারের পর দিনই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এমবাপের
পরবর্তী খবর
FIFA World Cup 2022: আমরা ফিরবই- ফাইনালে হারের পর দিনই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এমবাপের
1 মিনিটে পড়ুন Updated: 19 Dec 2022, 07:45 PM ISTTania Roy
ম্যাচ শেষ হওয়ার পর মাঠ থেকে যখন বের হচ্ছিলেন, ক্লান্ত শরীরটাকে যেন টেনে নিয়ে যেতে পারছিলেন না। মাথা হেঁট করে তাঁর বের হয়ে যাওয়ার সময়ে এমবাপেকে সেই পরাজিত সৈন্য মনে হচ্ছিল, যিনি সব পেয়েও রিক্ত। এর পর সাইড লাইনের ধারে রিজার্ভ বেঞ্চে একা চুপচাপ বসেছিলেন। মুখের অভিব্যক্তিতে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট।
হতাশ কিলিয়ান এমবাপে।
ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে যেন রবিবার রাতে মহাভারতের কর্ণের চরিত্রে অভিনয় করতে নেমেছিলেন। তাঁর পায়ের জাদু, দুরন্ত ছন্দ, ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাস রচনা, গোটা টুর্নামেন্টে আটটি গোল করে গোল্ডেন বুট জয়- তবু তিনি মহাভারতের কর্ণের মতোই ট্র্যাজিক হিরো। কারণ কাতার থেকে তাঁকে ফিরতে হল শূন্য হাতেই।
ম্যাচ শেষ হওয়ার পর মাঠ থেকে যখন বের হচ্ছিলেন, ক্লান্ত শরীরটাকে যেন টেনে নিয়ে যেতে পারছিলেন না। মাথা হেঁট করে তাঁর বের হয়ে যাওয়ার সময়ে এমবাপেকে সেই পরাজিত সৈন্য মনে হচ্ছিল, যিনি সব পেয়েও রিক্ত। এর পর সাইড লাইনের ধারে রিজার্ভ বেঞ্চে একা চুপচাপ বসেছিলেন। মুখের অভিব্যক্তিতে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। গোল্ডেন বুট নেওয়ার সময় বা রানার্স আপের মেডেল পরার সময়েও, এক মুহূর্তের জন্য তাঁর চেহারায় সামান্যতম সৌজন্যের ম্লান হাসিটুকুও দেখা গেল না।
যিনি একা কুম্ভ লড়াই করছিলেন, তিনি যে চূড়ান্ত পরাজিত। এই হারটা আসলে মানতেই পারছেন না এমবাপে। তাঁর মনে যন্ত্রণার ঝড় বয়ে চলেছিল, আর সেটা তাঁর শরীরি ভাষায় ধরা দিয়েছিল স্পষ্ট হয়ে।
ফাইনালের পর খুব স্বাভাবিক ভাবেই সংবাদমাধ্যমের মুখোমুখি হননি এমবাপে। তবে ম্যাচের প্রায় ১৭ ঘণ্টা পরে তিনটি শব্দে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এমবাপে লিখেছেন, ‘আমরা ফিরে আসবই।’
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ১৯ বছর বয়সেই ট্রফির স্বাদ পেয়েছিলেন এমবাপে। সে বার ফাইনালে গোল করেছিলেন। এ বারও প্রায় একার হাতে দলকে জিতিয়ে দিয়েছিলেন। কিন্তু এক চুলের জন্য হিসেবটা বদলে গেল। রানার্স হয়েই থাকতে হল ২০১৮-এর বিশ্বজয়ীদের।
তবে এমবাপেও যে সহজে হাল ছাড়ার পাত্র নন। এই ধাক্কা সামলে ফের লড়াইয়ে ফিরতে মরিয়া এমবাপে। আর তার ইঙ্গিত তিনি দিয়ে রাখলেন। আগামী বছর আবার বিশ্বকাপের জন্য নতুন উদ্যোমে যে তিনি ঝাঁপাবেন, সেটা স্পষ্ট করে দিলেন ২৩ বছরের ফরাসি তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।