বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > East Bengal vs Mumbai Live Streaming: ‘১০ ম্যাচই ফাইনাল’ কার্লেসের কাছে- কোথায় ফ্রি'তে ইস্টবেঙ্গল-মুম্বই ম্যাচ দেখবেন?
পরবর্তী খবর
East Bengal vs Mumbai Live Streaming: ‘১০ ম্যাচই ফাইনাল’ কার্লেসের কাছে- কোথায় ফ্রি'তে ইস্টবেঙ্গল-মুম্বই ম্যাচ দেখবেন?
2 মিনিটে পড়ুন Updated: 13 Feb 2024, 07:36 AM ISTAyan Das
আজ ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। আপাতত আইএসএলের যা অবস্থা, তাতে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট চাই কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের। যিনি নিজেও বলেছেন, আইএসএলে ইস্টবেঙ্গলের যে ১০টি ম্যাচ বাকি আছে, সেগুলির প্রতিটিই ফাইনাল।
তিন পয়েন্টের লক্ষ্যে মাঠে নামছে ইস্টবেঙ্গল, সামনে মুম্বই সিটি এফসি। (ছবি সৌজন্যে, ফেসবুক East Bengal FC এবং Mumbai City FC)
গুয়াহাটির ধাক্কা কাটিয়ে উঠে আজ জয়ের লক্ষ্যে ঘরের মাঠে নামছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামছে লাল-হলুদ শিবির। আপাতত যা অবস্থা, তাতে প্রথম ছয়ে শেষ করার জন্য প্রতিটি ম্যাচ থেকে কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের যতটা বেশি সম্ভব পয়েন্ট ছিনিয়ে নিতে হবে। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে সেই কাজটা সহজ হবে না। আর কাজটা আরও কঠিন করে তুলেছে চোট-কার্ডের সমস্যা। তবে সেটা নিয়ে বেশি ভাবনাচিন্তা করতে নারাজ ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কুয়াদ্রাত। বরং তাঁর বিশ্বাস যে ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। ম্যাচের আগে কুয়াদ্রাত বলেছেন, ‘ওদের (রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়) কাছে এটা একটা ভালো সুযোগ, যখন ওরা সকলের সামনে এটা তুলে ধরতে পারবে যে ওরা এমন একটি দলে আছে, যে দলের রিজার্ভ বেঞ্চ অত্যন্ত মজবুত। আর যে কোনও দরকারের সময় তারা দলকে সাহায্য করতে যে রাজি, সেটা বোঝাতে হবে ওদের।’
সেইসঙ্গে ইস্টবেঙ্গলের কোচ বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের রক্ষা করার চেষ্টা করব। আমাদের সামনে ১০টি ফাইনাল আছে। আমাদের কাছে প্লে-অফ খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের হাতে থাকা পুরো দলকে ব্যবহার করার সুযোগ নিতে চাইব আমি। সেইসঙ্গ প্লে-অফে ওঠার জন্য প্রয়োজনীয় সংখ্যক জয় ছিনিয়ে নিতে চাইব।’
অন্যদিকে, জামশেদপুর এফসির বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েও ২-৩ গোলে হারের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরতে মরিয়া মুম্বইও। ম্যাচের আগে মুম্বইয়ের কোচ পিটার ক্র্যাটকি বলেন, 'এই সপ্তাহে আমরা ভালোভাবে প্রস্তুতি সেরেছি। ছেলেদের দেখে মনে হচ্ছে যে ছন্দে আছে। ক্ষুরধার লাগছে ওদের।' সেইসঙ্গে তিনি বলেন, 'মঙ্গলবার কীভাবে আমাদের মাঠে নিজেদের মেলে ধরব, সেটা গুরুত্বপূর্ণ। আমরা যা করার প্রয়োজন আছে, আমরা সেটাই করব।'
আইএসএলের পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গল ও মুম্বইয়ের অবস্থান
আপাতত আইএসএলের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে মুম্বই সিটি। ১২টি ম্যাচে পয়েন্ট ২২। অন্যদিকে, পয়েন্ট তালিকার ১০ নম্বরে আছে ইস্টবেঙ্গল। ১২টি ম্যাচের শেষে ঝুলিতে আছে ১২ পয়েন্ট।
আইএসএলে কখন ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ শুরু হবে?
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে সেই ম্য়াচ শুরু হবে। অর্থাৎ যুবভারতীতে কিক-অফ টাইম হল সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।
স্পোর্টস১৮ নেটওয়ার্কের (Sports18 Network) বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে ইস্টবেঙ্গল-মুম্বই সিটি ম্যাচ। যে তালিকায় আছে Sports18 3 SD (ইংরেজি), VH1 SD (ইংরেজি), VH1 HD (ইংরেজি), Sports18 Khel (হিন্দি), কালার্স বাংলা সিনেমায় ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি ম্যাচের লাইভ সম্প্রচার হবে। তাছাড়া ডিডি বাংলায় সেই ম্যাচ দেখা যাবে।
আইএসএলের অন্যান্য ম্যাচগুলির মতো জিয়ো সিনেমায় (Jio Cinema) ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। বিনামূল্যে জিয়ো সিনেমার ওয়েবসাইট থেকে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখা যাবে। আবার নিজের ফোনে জিয়ো সিনেমার অ্যাপ ডাউনলোড করেও ইস্টবেঙ্গল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন। আর সেটা পুরোপুরি বিনামূল্যে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।