একদিন আগেই বারপুজোর সময় ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এমন দাবি করেছিলেন, যা শুনে অনেকেই চমকে উঠেছিলেন। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দাবি করেছিলেন লালহলুদ ক্লাবের সঙ্গে একটা সময় জড়িত ছিলেন স্বামী বিবেকানন্দ। যা শোনার পরই সোশাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং শুরু হয়ে যায়। এবার এই নিয়েই নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিলেন লালহলুদের এই কর্তা।
আসলে দেবব্রত সরকার বলেছিলেন, যে ইস্টবেঙ্গল ক্লাব যখন তৈরি হয় তখন এই ক্লাবের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্তরঞ্জন দাস, স্বামী বিবেকানন্দরা যুক্ত ছিলেন। তাঁরাই লড়াই করা শিখিয়ে গেছেন, এখন তাঁদের পথই অনুসরণ করে তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি কথাটা বলতে চেয়েছিলেন বাঙালির আবেগের সঙ্গে যে লালহলুদ রংটার একটা নাড়ির টান হয়ে গেছে সেটা বোঝানোর জন্যই। কিন্তু তাঁর কথারই মাঝেই কিছু ফাঁক খুজে পায় নেটিজেনরা, তাতেই শুরু হয় বিতর্ক এবং ট্রোলিং।
কারণ ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল ১৯২০ সালে। কিন্তু স্বামী বিবেকানন্দ ১৯০২ সালেই ইহলোক ত্যাগ করেন। অর্থাৎ ১৮ বছর পর যেখানে ইস্টবেঙ্গল ক্লাব তৈরি হয়েছে, তখন তাহলে কীভাবে ক্লাবের সঙ্গে জড়িয়ে থাকা সম্ভব স্বামীজির। আরও একটি প্রশ্ন হল, বঙ্গভঙ্গ আন্দোলনও হয়েছে পরের দিকে। ফলে ইস্টবেঙ্গলের শীষকর্তার বক্তব্যের তাৎপর্য খুঁজে পাচ্ছিলেন না অনেকেই।
এরপরই বিকেলের দিকে দেবব্রত সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খোলা মনেই বিষয়টি বুঝিয়ে দিলেন জানান, রবীন্দ্রনাথ ঠাকুর একটা সময় ইস্টবেঙ্গলে ফুটবলার পাঠাতেন। আশুতোষ মুখোপাধ্যায় সেই সময় ক্লাবের ফুটবলের উন্নতির জন্য অর্থের জোগান দিতেন। আর স্বামী বিবেকানন্দর রামকৃষ্ণ মঠ থেকে আসত ফুটবল।
অর্থাৎ স্বামীজির মঠ থেকে যেহেতু ক্রিকেট এবং ফুটবল, দুই খেলারই বল আসত, তাই তিনি কথার ফাঁকেই স্বামীজির কথা উল্লেখ করেছেন। এরপর তিনি জানান শৈলেশ বসুও পরবর্তীতে লালহলুদ ক্লাবে যোগ দিয়ে ফুটবল এবং ক্রিকেট উভয়ই খেলেছেন দলের হয়ে। তিনিও স্বামী বিবেকানন্দের ভাবধারায় দীক্ষিত হয়েছিলেন এবং বেলুর মঠের সদস্য হয়েছিলেন পরবর্তীতে। অর্থাৎ স্বামী বিবেকানন্দের বেলুর মঠের তরফ থেকে এত উপকার পাওয়ার পর কৃতজ্ঞতা জানাতে গিয়েই তিনি এমন মন্তব্য করেছে। এটা জানার পর অবশ্য অনেকেই লালহলুদ শিবিরের এই ইতিহাসের বিষয়ে জানলেন। কারণ নব প্রজন্মের অনেকের কাছেই এই বিশেষ তথ্য ছিল না।
প্রসঙ্গত বারপুজোর দিন ইস্টবেঙ্গলের কোচের সঙ্গে বচসায় জড়ান ক্লেইটন সিলভা। ব্রাজিলিয়ান এই তারকা ব্রুজোর ওপর বিরক্ত কম গেমটাইম পাওয়ার জন্য। এদিকে আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরই সুপার কাপ ডিফেন্ড করার লক্ষ্যে মাঠে নেমে পড়ছে ইস্টবেঙ্গল, প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। সেই ম্যাচ জিতলে মোহনবাগানের মুখোমুখি হবে তাঁরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।