সরস্বতী পুজোর দিনে এফসি গোয়ার কাছে ২-৪ গোলে হারল স্টিভেন কনস্টানটাইনের দল। আইএসএলে আবারও একটি ম্যাচে হারল ইস্টবেঙ্গল। আবার একবার জঘন্য ফুটবল খেলে মাঠ ছাড়ল লালহ হলুদ ব্রিগেড। আবারও নিজেদের সমর্থকদের হতাশ করল লাল হলুদের ফুটবলাররা।
এফসি গোয়ার কাছে হারল ইস্টবেঙ্গল (ছবি-ISL টুইটার)
সরস্বতী পুজোর দিনে এফসি গোয়ার কাছে ২-৪ গোলে হারল স্টিভেন কনস্টানটাইনের দল। আইএসএল-এ আবারও একটি ম্যাচে হারল ইস্টবেঙ্গল। আবার একবার জঘন্য ফুটবল খেলে মাঠ ছাড়ল লালহ হলুদ ব্রিগেড। আবারও নিজেদের সমর্থকদের হতাশ করল লাল হলুদের ফুটবলাররা। বৃহস্পতিবার এফসি গোয়ার কাছে হেরে পয়েন্ট তালিকায় নবম স্থানেই রয়ে গেল ইস্টবেঙ্গল। অন্য দিকে ম্যাচ জিতে তিন নম্বরে উঠে এল এফসি গোয়া। ফলে চার থেকে পাঁচ নম্বরে নেমে গেল এটিকে মোহনবাগান।
এদিনের ম্যাচে ১১ মিনিটে গোয়ার হয়ে প্রথম গোল করেন ইকের গুয়ারোক্সেনা। এদিনের ম্যাচে খুঁজেই পাওয়া গেল না লাল-হলুদ রক্ষণকে। এদিন ততটাই খারাপ পারফরমেন্স করলেন লাল-হলুদ গোলরক্ষক কমলজিৎ সিং। আগের ম্যাচে হায়দরাবাদের কাছে ০-২ গোলে হেরেছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচে ৪ গোল খেল তারা। এদিনের ম্যাচে ১২ মিনিট লাগল তিন গোল হতে। ১১ মিনিটে শুরু, ২৩ মিনিটে শেষ। মাঝে ২১ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন ইকের। তিনটি গোলের ক্ষেত্রেই ইস্টবেঙ্গলের রক্ষণের ভুল পরিষ্কার দেখা গেল। প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি ইস্টবেঙ্গলকে। দেখে মনে হচ্ছিল, মাঠে শুধু প্রতিপক্ষের পিছনে দৌড়নোর জন্য মাঠে নেমেছেন ক্লেটন সিলভারা। আইএসএলে নিজের প্রথম হ্যাটট্রিক করেন ইকের। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোয়ার হয়ে চতুর্থ গোল করেন ব্রেন্ডন ফের্নান্দেস। তাঁর বাঁক খাওয়ানো ফ্রিকিক কমলজিৎকে পরাস্ত করে গোলে গিয়ে জালে জড়িয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।