বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ব্রুনো, রয়কে ছেড়ে দিল বেঙ্গালুরু, ভারতীয় ফুটবলকেই কি তবে গুডবাই জানালেন কৃষ্ণ?
পরবর্তী খবর
ব্রুনো, রয়কে ছেড়ে দিল বেঙ্গালুরু, ভারতীয় ফুটবলকেই কি তবে গুডবাই জানালেন কৃষ্ণ?
1 মিনিটে পড়ুন Updated: 29 May 2023, 07:30 AM ISTTania Roy
কানাঘুষো শোনা যাচ্ছে, ফিজির এই তারকা ফরোয়ার্ড আসন্ন মরশুমে এ লিগে নিজের পুরোনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে খেলতে চান। চার বছর ভারতে থাকার পর পরিবারের কাছাকাছি থাকতে অস্ট্রেলিয়ার লিগে ফিরতে পারেন রয় কৃষ্ণ।
রয় কৃষ্ণ।
বেঙ্গালুরু এফসি ছেড়ে দিল রয় কৃষ্ণকে। সঙ্গে ব্রুনো র্যামিরেজকেও তারা বিদায় জানাল। রবিবার রাতে বেঙ্গালুরু এফসি-র তরফেই এই ঘোষণা করা হয়েছে। তবে কি রয় কৃষ্ণের ভারতের পার্ট উঠে গেল?
ভারতের মাটিতে খেলে ফুটবল প্রেমীদের নয়নের মণি হয়ে উঠেছিলেন ফিজির গোলমেশিন রয় কৃষ্ণ। তবে আগামী আইএসএলে রয়কে নাও দেখা যেতে পারে। বেঙ্গালুরু এফসি তাঁকে ছেড়ে দিয়েছে। কোনও দল আপাতত তাঁকে নিতে আগ্রহ দেখায়নি।
রয় নিজেও নাকি ভারতের কোনও ক্লাবের সঙ্গে আর যুক্ত হতে চান না। তিনি ফিরে যেতে চান তাঁর পুরনো ক্লাবেই। সূত্রের খবর, আবারও নাকি তিনি ‘এ’ লিগে ফিরতে চলেছেন।
কানাঘুষো শোনা যাচ্ছে, ফিজির এই তারকা ফরোয়ার্ড আসন্ন মরশুমে এ লিগে নিজের পুরোনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে খেলতে চান। চার বছর ভারতে থাকার পর পরিবারের কাছাকাছি থাকতে অস্ট্রেলিয়ার লিগে ফিরতে পারেন রয় কৃষ্ণ।
২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত লাবাসার হয়ে খেলেছিলেন তিনি। সেখান থেকে ওয়েটেকার ইউনাইটেডের হয়ে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেছিলেন। অকল্যান্ডের হয়ে ২০১৩ সাল পর্যন্ত খেলেছিলেন রয়।
২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়েলিংটন ফিনিক্সের হয়ে খেলেছিলেন। এর পরে ভারতে এসেছিলেন রয় কৃষ্ণা। ২০১৯ - ২০২০ মরশুমে এটিকে দলকে আইএসএলে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নেন। ২০২০-২০২২ এটিকে মোহনবাগানের হয়ে খেলেন। গত মরশুমে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো রয়কে রাখেননি দলে। এর পর তিনি ২০২২ বেঙ্গালুরু এফসিতে যোগ দেন। রয় বেঙ্গালুরুর হয়ে নিজের চেনা ছন্দে ছিলেন না। মাঝেমাঝে পুরনো ঝলক তাঁর পাওয়া গিয়েছে।
সে ভাবে ফর্ম না থাকায় রয় কৃষ্ণকে আর ধরে রাখতে চায়নি বেঙ্গালুরুতে। এক বছরের চুক্তিতে বেঙ্গালুরুতে এসেছিলেন। তাঁর চুক্তি আর বাড়ানো হচ্ছে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।