‘অসমে জন্মগ্রহণ করেছেন লিওনেল মেসি।’ এমনই নাকি দাবি করেছেন অসমের বরপেটার সাংসদ আবদুল খালেক। বিষয়টি নিয়ে নেটিজেনদের একাংশ হাসাহাসি শুরু করেছে। যদিও কংগ্রেস সাংসদের দাবি, তাঁর নামে মিথ্যা খবর রটানো হচ্ছে।
রবিবার আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। ওই স্ক্রিনশটে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা দাবি করা হয়, সাংসদ (ওই ভাইরাল স্ক্রিনশটে টুইটার অ্যাকাউন্টের নাম ছিল - @MPAbdulKhaleque, ১৯ ডিসেম্বর সকাল ১০ টা ৫ মিনিটে সেই টুইটের সময় লেখা ছিল) টুইট করেছেন যে ‘হৃদয়ের আন্তরিক অভিনন্দন। আপনার অসমের যোগের জন্য আমরা গর্বিত।’ যে টুইটের সঙ্গে খালেদ মেসির ছবিও পোস্ট করেছিলেন বলে দাবি করেন নেটিজেনরা।
আরও পড়ুন: FIFA World Cup 2022: কতটা কষ্ট পাচ্ছিলে, জানি- আর্জেন্তিনার বিশ্ব জয়ের পর মেসিকে আবেগঘন বার্তা স্ত্রীর
ওই ভাইরাল স্ক্রিনশট অনুযায়ী, খালেকের টুইটের প্রেক্ষিতে এক নেটিজেন দাবি করেন যে ‘অসমের যোগ?’ তাতে ওই খালেক নাকি বলেন যে ‘হ্যাঁ, উনি (মেসি) অসমে জন্মগ্রহণ করেছেন।’ তবে খালেক আদৌও ওই টুইট করেছেন, তা নিয়ে সুস্পষ্ট কোনও প্রমাণ মেলেনি। কারণ সোমবার সকালে খালেদের টুইটার অ্যাকাউন্টে ওরকম কোনও টুইট দেখা যায়নি।
তারইমধ্যে সোমবার বিকেলের দিকে একটি টুইটবার্তায় ঘুরিয়ে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য বরপেটার সাংসদ দাবি করেন, তাঁর নামে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। যে স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে, সেটাও ভুয়ো বলে ঘুরিয়ে দাবি করেছেন অসমের সাংসদ। তিনি বলেন, ‘গুজব ছড়ানোর আগে আমার টুইটার হ্যান্ডেল এবং অফিসিয়াল ফেসবুক পেজের টাইমলাইন খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।'
যদিও নেটিজেনদের একাংশের দাবি, তথ্য গোপন করছেন খালেদ। 'মেসি অসমে জন্মগ্রহণ করেছেন' টুইট করেছিলেন অসমের সাংসদ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়ে সেই টুইট মুছে দিয়েছেন। এক নেটিজেন বলেন, ‘উনি টুইট মুছে দিয়েছেন।' একইসুরে অপর একজন বলেন, 'আপনি টুইটটা মুছে দিয়েছেন।’ যদিও অনেকে খালেকের হয়ে সওয়াল করতে থাকেন।
আরও পড়ুন: FIFA World Cup Final 2022: মেসির বিতর্কিত দ্বিতীয় গোল নিয়ে ফরাসি সমর্থকেরা সরব- ধুইয়ে দিচ্ছেন রেফারিকেও
উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৪ জুন মধ্য আর্জেন্তিনার বৃহত্তম শহর রোজারিওতে জন্মগ্রহণ করেছন মেসি। যা আর্জেন্তিনার রাজধানীর উত্তর-পশ্চিমে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। মেসিরা বিশ্বকাপ জেতার জন্য যে রোজারিও উচ্ছ্বাসে ফেটে পড়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।