রয় কৃষ্ণর বিকল্প কে হবে? এই নিয়ে চলছিল নানা জল্পনা। তবে কৃষ্ণের জায়গায় বিদেশি নেওয়া নিয়ে এটিকে মোহনবাগান তাড়াহুড়ো করতে চাইনি। ভেবেচিন্তে পা ফেলতে চেয়েছে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, ব্রাজিলের ফরোয়ার্ড হেনরিক লুভানোরকে সই করাতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। যদিও এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।
প্রসঙ্গত মালদোভা জাতীয় ফুটবল দলের হয়ে ইতিমধ্যেই ৩২ বছর বয়সি এই স্ট্রাইকার চার ম্যাচে জোড়া গোল করে ফেলেছেন। লুভানোর আরব আমিরা ক্লাব ফুটবল খেলেছেন। তার বা পা অত্যন্ত সচল। স্ট্রাইকার ছাড়াও প্রয়োজনে একটু নিচে থেকেও খেলতে পারেন। তাই এই ফুটবলারকে পেতে বিশাল টাকা খরচ করতে কার্পণ্য করবে না এটিকে মোহনবাগান।
আরও পড়ুন: মুগ্ধ ফেরান্দো, অনূর্ধ্ব-২১-এর ২ তরুণের সঙ্গে আরও ৩ বছরের চুক্তি বাড়াল ATK MB
অনেক দিন ধরেই রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসের বিকল্প স্ট্রাইকার খোঁজার চেষ্টা করছিলেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। অনেকের বায়োডাটাই ছিল তাঁর হাতে। তবে জানা গিয়েছে, হেনরিক লুভানোরকেই মনে ধরেছে ফেরান্দোর। সব ঠিকঠাক থাকলে সবুজ-মেরুনের জার্সিতে খেলতে দেখা যাবে ব্রাজিলের স্ট্রাইকারকে।
আরও পড়ুন: কপাল পুড়ল অমরিন্দরের, আর্শের পর তারকা গোলকিপার বিশাল কাইথকে সই করাল ATK MB
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।