স্রোতে গা ভাসাতে পছন্দ করেন সবাই। হুল্লোড়ে মেতে উঠতে কে না চান! বিশেষ করে বিশ্বকাপের মতো বড় মঞ্চে টানটান নক-আউট ম্যাচ জিতলে উচ্ছ্বাসে ভেসে যাবেন সব ফুটবলারই। তবে লিওনেল মেসি কেন আলাদা, বোঝা গেল আরও একবার।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের নাটকীয় কোয়ার্টার ফাইনাল জিতে আর্জেন্তিনার বাকি সব ফুটবলাররা যেখানে উচ্ছ্বাসে মেতে ওঠেন, মেসি কুর্নিশ জানাতে ছুটে যান ম্যাচের আসল নায়ককে।
আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় দাঁড়িয়ে যায়। অতিরিক্ত সময়েও কোনও দল অধিপত্য কায়েম করতে পারেনি। ফলে ফলাফল নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে। যেখানে ৪-৩ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্তিনা।
আরও পড়ুন:- Brazil Coach Tite FIFA World Cup 2022: 'শান্তিতে বিদায় নিচ্ছি’, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে ব্রাজিলের দায়িত্ব ছাড়ছেন তিতে
পেনাল্টি শুট-আউটে ২টি গোল সেভ করেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অন্যদিকে আর্জেন্তিনার হয়ে একেবারে শেষে জয়সূচক গোল করেন লাউতারো মার্টিনেজ। স্বাভাবিকভাবেই গোল করে ম্যাচ জেতানো লাউতারোর দিকে ছুটে যান আর্জেন্তিনার সব ফুটবলার। তাঁকে ঘিরেই শুরু হয়ে যায় আর্জেন্তিনার সেলিব্রেশন, যা পরে ডাচ ফুটবলারদের সঙ্গে হাতাহাতির রূপ নেয়।
আরও পড়ুন:- FIFA World Cup 2022: মেসি-ম্যাজিক আর টিমগেম- দুইয়ের যুগলবন্দিতে স্বপ্ন সাজাচ্ছে আর্জেন্তিনা