এআইএফএফ-এর তরফে আসন্ন ফুটবল মরশুমের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। সেই ক্যালেন্ডার অনুযায়ী ১ অক্টোবর ২০২৪ থেকে শুরু হতে চলা উইন্ডোতে রাখা হয়েছে সুপার কাপকে। এই উইন্ডোর সময় কাল ১ অক্টোবর ২০২৪ থেকে ১৫ মে ২০২৫ সাল।
সুপার কাপ হবে এফএ কাপ ফর্ম্যাটে।
শুভব্রত মুখার্জি: ভারতীয় ফুটবলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ। ভারতীয় ফুটবলের ঘরোয়া টুর্নামেন্টগুলোকেও বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেই লক্ষ্যেই সুপার কাপের ফর্ম্যাট বদলের ভাবনা নিয়েছে তারা। ইংল্যান্ডের ঘরোয়া ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট এফএ কাপের ফর্ম্যাটেই আগামী মরশুম অর্থাৎ ২০২৪-২৫ মরশুম থেকে আয়োজন করার ভাবনাচিন্তা করছে এআইএফএফ।
ভারতের ঘরোয়া ফুটবলের প্রিমিয়র নক আউট টু্র্নামেন্ট সুপার কাপ। সম্প্রতি ওড়িশা এফসিকে হারিয়ে এই টু্র্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। এই টু্র্নামেন্ট জয়ী ক্লাব সরাসরি খেলার সুযোগ পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু-তে। এআইএফএফ-এর তরফে আসন্ন ফুটবল মরশুমের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। সেই ক্যালেন্ডার অনুযায়ী ১ অক্টোবর ২০২৪ থেকে শুরু হতে চলা উইন্ডোতে রাখা হয়েছে সুপার কাপকে। এই উইন্ডোর সময় কাল ১ অক্টোবর ২০২৪ থেকে ১৫ মে ২০২৫ সাল। এই সময় কালেই আয়োজন করা হবে পরবর্তী বছরের সুপার কাপ। ২০১৮ সাল থেকে শুরু হয়েছে এই সুপার কাপ। দেশের সেরা নক আউট ফুটবল টুর্নামেন্ট ফেডারেশন কাপের পরিবর্তে শুরু হয়েছে এই টু্র্নামেন্ট। ইতিমধ্যেই তা যথেষ্ট জনপ্রিয়।
সংবাদ সংস্থা পিটিআইকে এআইএফএফ-এর এক কর্তা জানিয়েছেন, ‘এই মরশুম থেকেই এফ এ কাপের স্টাইলে সুপার কাপ আয়োজন করতে চায় ভারতীয় ফুটবল ফেডারেশন। আর সেই কারণেই এআইএফএফ-এর তরফে এই টু্র্নামেন্ট আয়োজনের জন্য সাত মাসের একটি বড় উইন্ডো রাখা হয়েছে।’ ২০২৪-২৫ মরশুমে আইএসএল এবং আই লিগের সঙ্গে প্রায় এক সময়ে অনুষ্ঠিত হবে এই টু্র্নামেন্ট। টু্র্নামেন্টের খুঁটিনাটি এআইএফএফ-এর তরফে পরবর্তীতে জানানো হবে। ১৮৭১-৭২ সালে শুরু হয়েছিল এই ঐতিহ্যবাহী এফএ কাপ টু্র্নামেন্ট। ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে দশটি টিয়ার রয়েছে। অর্থাৎ স্তর রয়েছে। সবকটি স্তরের ক্লাব এই টু্র্নামেন্টে খেলে। ভারতেও এবার এই ব্যবস্থা চালু করতে চলেছে এআইএফএফ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।