নজিরবিহীন এক ফুটবলারকে ক্ষমতা দেওয়া হয়েছে দ্বিপাক্ষিকভাবে নয় এককভাবে চুক্তিভঙ্গের। আর এই চুক্তি ভঙ্গ করার সুযোগ দেওয়া হয়েছে এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির তরফে। সুযোগ দেওয়া হয়েছে গোলরক্ষক গুরমিত সিংকে।
হায়দরাবাদ থেকে নর্থ ইস্টে পাড়ি জমালেন গোলরক্ষক গুরমিত সিং
শুভব্রত মুখার্জি: ভারতীয় ফুটবলে এর আগে যে ঘটনা কোনও দিন ঘটেনি সেই ঘটনাই ঘটেছে সম্প্রতি। নজিরবিহীন এই ঘটনায় এক ফুটবলারকে ক্ষমতা দেওয়া হয়েছে দ্বিপাক্ষিকভাবে নয় এককভাবে চুক্তিভঙ্গের। আর এই চুক্তি ভঙ্গ করার সুযোগ দেওয়া হয়েছে এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির তরফে। সুযোগ দেওয়া হয়েছে গোলরক্ষক গুরমিত সিংকে। তিনি তাঁর বর্তমান দল হায়দরাবাদ এফসির সঙ্গে চুক্তিভঙ্গ করার সুযোগ পেয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি হায়দরাবাদ ছেড়ে পা দিয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেডে। চলতি মরশুমের মাঝপথে ঘটে যাওয়া এমন ঘটনা ভারতীয় ফুটবলের ইতিহাসে বিরলতম বললেই চলে।
ট্রান্সফার উইন্ডোর বাইরে গিয়েও গুরমিতকে দল বদলের এই সুযোগ করে দেওয়া হয়েছে এআইএফএফের তরফে। এআইএফএফের তরফে জানানো হয়েছে হায়দরাবাদ এফসির তরফে এখনও গুরমিতকে দীর্ঘদিনের বেতন দেওয়া হয়নি। আর সেই কারণেই গুরমিতের ক্ষেত্রে নিয়মের ছাড় দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন পাননি হায়দরাবাদের ফুটবলাররা।
এরপরেই গুরমিতের তরফে আবেদন জানানো হয়েছিল এআইএফএফের কাছে। গত সপ্তাহেই গুরমিতের বিষয়টি নিয়ে এআইএফএফের তরফে একটি মৌখিক শুনানির আয়োজন করা হয়েছিল। হায়দরাবাদের তরফে এই শুনানিতে উপস্থিত ছিলেন রঙ্গনাথ বুদুমরু। যিনি আবার ক্লাবের কাউন্সেলও বটে। ছিলেন হেমন্ত ফালফের। তারা এই চুক্তিভঙ্গের আবেদনের কোন বিরোধিতা করেননি। ফলে বিষয়টিতে গ্রিন সিগন্যাল দেয় এআইএফএফ।
গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন গুরমিত সিং। শনিবার এই চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে। মোট সাড়ে চার বছরের জন্য করা হয়েছে এই চুক্তি। বিষয়টি নিয়ে বলতে গিয়ে গুরমিত জানিয়েছেন, ‘নর্থ ইস্টে ফিরে আসাটা আমার কাছে খুব স্পেশাল। এখান থেকেই আমার সবকিছু শুরু হয়েছিল। আমার কাছে এটা দারুন একটা সুযোগ। ক্লাবের জন্য আমি আমার সবটা দিতে প্রস্তুত। সমর্থকদের জন্যও আমি আমার সেরাটা দিতে প্রস্তুত। এখানকার প্রোজেক্ট খুব উত্তেজনামূলক। আর এই প্রোজেক্টের অংশ হতে পেরে আমি গর্বিত।’ উল্লেখ্য অনুর্ধ্ব-২৩ দলের এই গোলরক্ষকের ২০১৯ সালে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে অভিষেক হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।