ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার যেমন মুখ থুবড়ে পড়েছে, ততটা না হলেও দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা আহামরি পারফরম্যান্স করেছে, এমনটা বলা যায় না। সারেল এরউই-এর ৭৩ ছাড়া দক্ষিণ আফ্রিকার বাকিরা কেউ অন্তত দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত হাফসেঞ্চুরি করতে পারেননি। যাই হোক তাতেও ব্রিটিশদের চেয়ে কিছুটা হলেও ভালো জায়গায় রয়েছে প্রোটিয়ারা। যার জেরে দ্বিতীয় দিনের শেষে ১২৪ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১১৬ রান। বেশ চাপেই ছিল ব্রিটিশ বাহিনী। প্রথম দিন ভাগ্যিস চা বিরতির আগে থেকেই বৃষ্টি নামে। যার জেরে বুধবারের খেলা পণ্ড হয়ে যায়। তা না হলে ইংল্যান্ডের চাপ আরও বাড়ত বৈকি!
আরও পড়ুন: বুড়ো হাড়ের ভেল্কি, লর্ডসে উইকেট নিয়েই ১১০ বছরের রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন
তবে দ্বিতীয় দিনেও ইংল্যান্ড আহামরি কিছুই করতে পারেনি। মাত্র ১৬৫ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। একমাত্র অলি পোপ ৭৩ রান করেছেন। বাকিরা ২০ রানও টপকাতে পারেননি। ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক বেন স্টোকস। তাঁর সংগ্রহই ২০। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা একাই পাঁচ উইকেট নিয়েছেন। ৩ উইকেট নিয়েছে এনরিখ নরকিয়া। মার্কো জানসেন নিয়েছেন ২ উইকেট।
আরও পড়ুন: রাবাডাদের সামনে ‘লিক’ হয়ে গেল ব্যাজবল, ৫ ইনিংসে সেঞ্চুরির শূন্যে আউট বেয়ারস্টো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।