প্রতিশোধ নেওয়া হল না ম্যাগনাস কার্লসেনের। বিশ্বের ১ নম্বর কার্লসেনকে গত মাসেই Rapid & Blitz প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছিলেন ভারতের গুকেশ। টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার পর কার্লসেন আর বিশ্বচ্যাম্পিয়নশিপের নামেন না। গতবার দাবা বিশ্বচ্যাম্পিয়ন হন ভারতের গুকেশ। এরপর থেকে যেন ম্যাগনাসকে নিজের হাতের পুতুল বানিয়ে ফেলেছেন ভারতের তারকা গুকেশ। গত মাসে যখন কার্লসেনকে তিনি হারিয়েছিলেন, তখন নরওয়ের তারকা যেভাবে টেবিল চাপড়ে ছিলেন, দেখে মনে হচ্ছিল হয়ত এই হারটা তাঁর কাছে অপ্রত্যাশিত ছিল। কিন্তু বৃহস্পতিবার আবারও জাগরেবে গুকেশের কাছেই হারলেন নরওয়ের তারকা দাবাড়ু।
গুকেশ কালো ঘুটি দিয়ে খেলা শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই কার্লসেন পিছিয়ে পড়েন। এরপর পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে নরওয়ের তারকার জন্য। ৪৯টি দানের পর অবশেষে কার্লসেন রিটায়ার করে নেন। আর তারপরই গ্র্যান্ড চেস টুরের প্রাক্তন চ্যাম্পিয়ন তথা সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু গ্যারি কাসপারভ বলেন, ‘আমরা এবার কিন্তু ম্যাগনাসের প্রভাব কমছে, সেই নিয়ে কথা বলতে পারি। এটা কিন্তু শুধুই ওর দ্বিতীয় হার নয়, এটা বেশ ভালোভাবেই জিতেছে গুকেশ ’।
যে খেলোয়াড়কে কিছুদিন আগেই ম্যাগনাস কার্লসেন দুর্বল দাবাড়ু বলে আখ্যা দিয়েছিলেন, সেই কার্লসেনকেই পরপর হারিয়ে গুকেশ কিন্তু বুঝিয়ে দিয়েছেন, তিনিই আগামীর দাবাবিশ্বের তারকা। গুকেশ বলছেন, ‘দেওয়ালে পিঠ ঠেকে গেলে কি করতে হয়, আমি জানি। তাই তখন জয়ের জন্য আমি সব কিছুই করি। ’।
দ্বিতীয় দিনের শুরুটা গুকেশ করেছিলেন নোদিরবেক আবদুসাত্তারভকে হারিয়ে। পঞ্চম রাউন্ডে ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দের সঙ্গেও ড্র করেন কার্লসেন। গুকেশের প্রশংসা করে গ্যারি কাসপারভ বলছেন, ‘ওর ধৈর্য দেখে আমার কম্পিউটারের কথা মনে পড়ে। কম্পিউটারের ক্ষেত্রে মনযোগ নষ্ট হলেই সব শেষ। গুকেশও এমনই একজন খেলোয়াড়, যাকে বারবার হারাতে হয়। কার্লসেন এখানে এসেছিল প্রতিযোশ নিতে, কিন্তু পারল না ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।