শুভব্রত মুখার্জি: সারা বিশ্বে ভারতীয় ক্রিকেট দলের অগণিত ভক্ত রয়েছে। ভারত যেখানেই খেলুক না কেনও কোনওদিন তাদের সমর্থনের কোনও অভাব আজ পর্যন্ত পড়েনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া সিরিজেও ভারতীয় দল আইরিশদের রাজধানী শহর ডাবলিনে সেই সমর্থনটাই পেয়েছে ভারতীয় দল। তবে আয়ারল্যান্ডে ভারতীয় দলের দুই সদস্যের জন্য সমর্থন বলুন বা তাদের নিয়ে আবেগ যেন ছিল অন্য পর্যায়ের।
এই দুই সদস্য হলেন সঞ্জু স্যামসন এবং দীনেশ কার্তিক। দ্বিতীয় ম্যাচ শুরুর আগেই অধিনায়ক হার্দিক যখন জানান সঞ্জু প্রথম একাদশে রয়েছেন তখন উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। প্রথম ম্যাচেও দেখা গিয়েছিল এক ঘটনা। সেবার দীনেশ কার্তিক ব্যাট করতে নামার সময়ও স্টেডিয়াম মুখরিত হয় 'ডিকে-ডিকে' ধ্বনিতে। ম্যাচ শেষে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়াও মেনে নিয়েছেন আয়ারল্যান্ডে সঞ্জু স্যামসন এবং দীনেশ কার্তিকের জন্য 'স্পেশ্যাল' সমর্থন রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।