প্রথম ইনিংসে বড়সড় পুঁজি সংগ্রহ করতে না পারলেও সিকে নাইডু ট্রফির ম্যাচে ত্রিপুরাকে বড় ব্যবধানে হারাতে অসুবিধা হয়নি বাংলার। তিন দিনেই ম্যাচে যবনিকা টেনে দেন সুদীপ-প্রদীপ্ত-অঙ্কিতরা।
প্রথম ইনিংসে বাংলার ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা অল-আউট হয় ১৫৮ রানে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ১০২ রানে এগিয়ে থাকে বাংলা। দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে বাংলা দ্বিতীয় দিনের শেষে ১ উইকেটের বিনিময়ে ১০০ রান তুলেছিল। তার পর থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলা তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ৫ উইকেটে ৩২০ রান তুলে।
দ্বিতীয় দিনে ৫০ রানে অপরাজিত ছিলেন সুদীপ ঘরামি। তিনি ব্যাক্তিগত শতরান পূর্ণ করেন। ১৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫৪ বলে ১০৩ রান করে আউট হন সুদীপ। শাকির হাবিব গান্ধী ৬৬ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া কাজি জুনাইদ ৩৭, অগ্নিভ পান অপরাজিত ৫৩ ও অভিষেক পোড়েল ৩১ রান করেন। ৩টি উইকেট নেন দেবনাথ।
প্রথম ইনিংসের খামতি মিলিয়ে ত্রিপুরার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪২৩ রানের। ত্রিপুরা শেষ ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪২ রানে অল-আউট হয়ে যায়। ২৮০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে বাংলা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।