বাংলা নিউজ > ময়দান > French Open: ২য় বাছাই ড্যানিল মেডভেডেভকে হারালেন চিলিচ, পরের রাউন্ডে প্রতিপক্ষ রুভলেভ
পরবর্তী খবর
শুভব্রত মুখার্জি: চলতি ফরাসি ওপেনে মুখোমুখি হওয়ার আগে তিনবার মুখোমুখি হয়েছেন রাশিয়ান মেডভেডেভ এবং ক্রোয়েশিয়ান চিলিচ। গত তিনবারের মিটিংয়ে তিনবারেই জিতেছিলেন মেডভেডেভ। এবার সেই পরিসংখ্যান বদলে দেওয়ার সুযোগ ছিল চিলিচের সামনে। ফরাসি ওপেনের মঞ্চে দ্বিতীয় বাছাই মেডভেডেভকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন মারিয়ান চিলিচ। ফিলিপ সাঁতরিয়ে কোর্টে এদিন স্ট্রেট সেটে মেডভেডেভকে হারালেন চিলিচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।