বাংলা নিউজ > ময়দান > IPL 22: হতাশা বেরিয়ে এসেছিল: কেকেআরের বিরুদ্ধে শতরান উদযাপন প্রসঙ্গে ডি'কক
পরবর্তী খবর
শুভব্রত মুখার্জি: বুধবার রাতে কেকেআরের বিরুদ্ধে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে ব্যাট করেছেন দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটার কুইন্টন ডি'কক। গোটা ২০ ওভার ধরে ব্যাট করার পাশাপাশি দলের স্কোর কেএল রাহুলের সঙ্গে জুটি বেঁধে ২০০ পার করান। পাশাপাশি গড়েন একাধিক নজির। ৭০ বলে ১৪০ রানের অপরাজিত এক অনবদ্য ইনিংস উপহার দেন তিনি। শতরান করার পরে যে সেলিব্রেশন বা বলা ভালো যে পদ্ধতিতে তিনি উদযাপন করেছেন তা বিস্মিত করেছে অনেককেই। সেই সেলিব্রেশন প্রসঙ্গে বলতে গিয়ে কুইন্টন ডি'কক জানান এটা কিছুটা হলেও তার হতাশার বহিঃপ্রকাশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।