ঘরের মাঠে রঞ্জি ফাইনালে খেলার সুযোগ কাজে লাগিয়ে বাংলা ৩৩ বছরের ট্রফি খরা কাটাতে মরিয়া। যদিও ইডেনে মনোজ তিওয়ারিদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সৌরাষ্ট্র। বছর তিনেক আগে (২০১৯-২০ মরশুমে) রঞ্জি ফাইনালে বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সৌরাষ্ট্র। ছবিটা এবার বদলে দেওয়ার হাতছানি বাংলার সামনে। আপাতত প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে কোণঠাসা দেখাচ্ছে তিওয়ারিদেরই।
তৃতীয় দিনের খেলা শেষ
প্রথম ইনিংসের নিরিখে ২৩০ রানে পিছিয়ে পড়া বাংলা তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১৬৯ রান তোলে। সুতরাং, বাংলা এখনও পিছিয়ে ৬১ রানে। মনোজ তিওয়ারি ৫৭ রানে অপরাজিত থাকেন। ১২৯ বলের ইনিংসে তিনি ৯টি চার মারেন। শাহবাজ আহমেদ ২টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১৩ রান করে নট-আউট থাকেন। ২টি করে উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়া।
৫০ ওভারের খেলা পূর্ণ করল বাংলা
প্রথম ইনিংসে ৫৪.১ ওভারেই অল-আউট হয়ে যায় বাংলা। তবে তারা দ্বিতীয় ইনিংসে ৫০ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৬২ রান তুলেছে। মনোজ ৫৬ ও শাহবাজ ৭ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি মনোজের
৮টি বাউন্ডারির সাহায্যে ৯৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মনোজ তিওয়ারি। ৪৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৪ উইকেটে ১৫৬ রান। সুতরাং, বাংলা এখনও পিছিয়ে ৭৪ রানে। মনোজ ৫০ ও শাহবাজ ৭ রানে ব্যাট করছেন।
অনুষ্টুপকে ফেরালেন উনাদকাট
৪২.৬ ওভারে জয়দেব উনাদকাটের বলে বিশ্বরাজ জদেজার হাতে ধরা পড়েন অনুষ্টুপ মজুমদার। ১০১ বলে৬১ রান করেন অনুষ্টুপ। মারেন ৮টি চার। বাংলা দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ।
হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় মনোজ
৪২ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৩ উইকেটে ১৪১ রান। মনোজ তিওয়ারি ৪২ ও অনুষ্টুপ মজুমদার ৬১ রানে ব্যাট করছেন। মনোজ ৭টি ও অনুষ্টুপ ৮টি চার মেরেছেন।
১০৫ রানে পিছিয়ে বাংলা
৩৮ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলা ৩ উইকেটের বিনিময়ে ১২৫ রান তুলেছে। সুতরাং, এখনও ১০৫ রানে পিছিয়ে রয়েছেন মনোজ তিওয়ারিরা। অনুষ্টুপ ৫৫ ও মনোজ ৩৬ রানে ব্যাট করছেন। অনুষ্টুপ ৭টি ও মনোজ ৬টি চার মেরেছেন।
হাফ-সেঞ্চুরি অনুষ্টুপের
৭টি বাউন্ডারির সাহায্যে ৭২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অনুষ্টুপ মজুমদার। ৩৩ ওভার শেষ দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৩ উইকেটে ১১১ রান। মনোজ ২৭ ও অনুষ্টুপ ৫০ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল বাংলা
৩০তম ওভারে সাকারিয়ার বলে ১টি চার মারেন অনুষ্টুপ। ২টি চার মারেন মনোজ তিওয়ারি। ৩০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৩ উইকেটে ১০৬ রান। মনোজ ২৫ ও অনুষ্টুপ ৪৭ রানে ব্যাট করছেন।
ব্যাট চালাচ্ছেন অনুষ্টুপ
২৮তম ওভারে চেতন সাকারিয়ার বলে ৩টি চার মারেন অনুষ্টুপ মজুমদার। ২৯তম ওভারে প্রেরক মানকড়ের বলে ১টি চার মারেন মনোজ। বাংলার স্কোর ৩ উইকেটে ৯৩ রান। অনুষ্টুপ ৪২ ও মনোজ ১৭ রানে ব্যাট করছেন।
চায়ের বিরতি
তৃতীয় দিনের চায়ের বিরতিতে বাংলা তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে। তারা সাকুল্যে ২৬ ওভার ব্যাট করেছে। মনোজ ১২ ও অনুষ্টুপ ২৮ রানে ব্যাট করছেন। বাংলা এখনও পিছিয়ে রয়েছে ১৫৬ রানে।
লড়ছেন মনোজ-অনুষ্টুপ
২৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৩ উইকেটে ৭৩ রান। ২৯ বলে ১২ রান করেছেন মনোজ। তিনি ২টি টার মেরেছেন। ৫৪ বলে ২৭ রান করেছেন অনুষ্টুপ। তিনি ৩টি চার মেরেছেন।
৫০ টপকাল বাংলা
দ্বিতীয় ইনিংসে ১৮তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। ১৯ ওভার শেষে বাংলার স্কোর ৩ উইকেটে ৫৪ রান। অনুষ্টুপ ২০ রানে ব্যাট করছেন। এখনও খাতা খোলেননি মনোজ।
সুদীপকে ফেরালেন উনাদকাট
১৫.৪ ওভারে জয়দেব উনাদকাটের বলে স্লিপে প্রেরক মানকড়ের হাতে ধরা পড়েন সুদীপ ঘরামি। ৩৯ বলে ১৪ রান করেন তিনি। মারেন ২টি চার। বাংলা দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মনোজ তিওয়ারি।
প্রতিরোধ গড়ছেন সুদীপ-অনুষ্টুপ
১৪ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ২ উইকেটে ৪০ রান। সুদীপ ৩৫ বলে ১৩ রান করেছেন। ২০ বলে ৯ রান করেছেন অনুষ্টুপ। দু'জনেই ২টি করে চার মেরেছেন।
১৯৯ রানে পিছিয়ে বাংলা
১২ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার সংগ্রহ ২ উইকেটে ৩১ রান। সুতরাং, এখনও ১৯৯ রানে পিছিয়ে রয়েছে বাংলা। সুদীপ ঘরামি ১৩ রান করেছেন। ১২ বল খেলেও এখনও খাতা খোলেননি অনুষ্টুপ।
অভিমন্যু ঈশ্বরন আউট
৭.৩ ওভারে চেতন সাকারিয়ার বলে হার্ভিক দেশাইয়ের দস্তানায় ধরা পড়েন অভিমন্যু ঈশ্বরন। ২১ বলে ১৬ রান করেন তিনি। মারেন ২টি চার। বাংলা ২২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অনুষ্টুপ মজুমদার।
লাঞ্চের পরে সতর্ক শুরু বাংলার
৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ১ উইকেটে ২২ রান। ১৮ বলে ১৬ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ২টি চার মেরেছেন। ১৬ বলে ৪ রান করেছেন সুদীপ ঘরামি।
মধ্যাহ্নভোজের বিরতি
প্রথম ইনিংসের নিরিখে ২৩০ রানে পিছিয়ে থাকা বাংলা তৃতীয় দিনের লাঞ্চে ১ উইকেটের বিনিময়ে ৯ রান তুলেছে। দ্বিতীয় ইনিংসে তারা ৪ ওভার ব্যাট করেছে। অভিমন্যু ৮ বলে ৪ ও সুদীপ ঘরামি ২ বলে ৪ রান করেছেন। উভয়েই ১টি করে চার মেরেছেন। বাংলা এখনও ২২১ রানে পিছিয়ে রয়েছে।
সুমন্ত আউট
১.৪ ওভারে চেতন সাকারিয়ার বলে স্লিপে প্রেরক মানকড়ের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন সুমন্ত গুপ্ত। ৮ বলে ১ রান করেন তিনি। বাংলা ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুদীপ ঘরামি। তিনি ওভারের শেষ বলে ৪ মেরে খাতা খোলেন। ২ ওভারে বাংলার স্কোর ১ উইকেটে ৫ রান।
বাংলার দ্বিতীয় ইনিংস শুরু
সুমন্ত গুপ্তকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামেন অভিমন্যু ঈশ্বরন। বোলিং শুরু করেন জয়দেব উনাদকাট। চতুর্থ বলে ১ রান নিয়ে খাতা খোলেন সুমন্ত। শেষ বলে রান-আউট হতে হতে বাঁচেন ঈশ্বরন।
প্রথম ইনিংসে অল-আউট সৌরাষ্ট্র
বাংলার ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৪০৪ রানে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ২৩০ রাবের বিরাট লিড পেয়ে যায় সৌরাষ্ট্র। ১০৯.৬ ওভারে ইশান পোড়েলের বলে পরিবর্ত ফিল্ডার সফির হাতে ধরা পড়েন ধর্মেন্দ্রসিং জাদেজা। ৩৮ বলে ২৯ রান করেন তিনি। পার্থ অপরাজিত থাকেন ১৪ রান করে। মুকেশ কুমার ১১১ রানে ৪ উইকেট দখল করেন। ৩টি করে উইকেট নেন আকাশ দীপ ও ইশান পোড়েল।
৪০০ টপকাল সৌরাষ্ট্র
১০৯ ওভার শেষে প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের স্কোর ৯ উইকেটে ৪০৪ রান। ৩২ বলে ২৯ রান করেছেন ধর্মেন্দ্রসিং জাদেজা। তিনি ৫টি চার মেরেছেন। ১৭ বেল ১৪ রান করেছেন পার্থ। ২৩০ রানের লিড রয়েছে সৌরাষ্ট্রের হাতে।
পার্থর জোড়া ক্যাচ ছাড়ল বাংলা
১০৬.৪ ওভারে আকাশ দীপের বলে স্লিপে পার্থর সহজ ক্যাচ ছাড়েন অভিমন্যু ঈশ্বরন। ১০৬.৬ ওভারে ফের জীবনদান পান পার্থ। এবার ক্যাচ ছাড়েন সুমন্ত গুপ্ত।
সৌরাষ্ট্রের লিড ছাড়াল ২০০
১০৬তম ওভারে মুকেশ কুমারের বলে ৩টি চার মারেন ধর্মেন্দ্রসিং জাদেজা। সৌরাষ্ট্রের স্কোর ৯ উইকেটে ৩৮৬ রান। তাদের হাতে লিড রয়েছে ২১২ রানের। জাদেজা ১৬ ও পার্থ ৯ রানে ব্যাট করছেন।
প্রেরককে ফেরালেন আকাশ দীপ
১০২.২ ওভারে আকাশ দীপের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা দেন প্রেরক মানকড়। তৃতীয় দিনে টানা চারটি ক্যাচ ধরলেন অভিষেক। সব মিলিয়ে চলতি ইনিংসে ইতিমধ্যেই ৫টি ক্যাচ ধরেছেন তিনি। ৫০ বলে ৩৩ রান করেন প্রেরক। মারেন ৬টি চার। সৌরাষ্ট্র ৩৬৯ রানে ৯ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন ধর্মেন্দ্রসিং জাদেজা।
উনাদকাটকে ফেরালেন আকাশ দীপ
১০০.১ ওভারে আকাশ দীপের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন জয়দেব উনাদকাট। ৯ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার। সৌরাষ্ট্র ৩৫৮ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পার্থ ভাট। ১৮৪ রানে এগিয়ে রয়েছে সৌরাষ্ট্র।
চিরাগকে ফেরালেন মুকেশ
অর্পিতের পরে এবার চিরাগ জানির উইকেট তুলে নিলেন মুকেশ কুমার। ৯৫.৬ ওভারে মুকেশের বলে উইকেটকিপার অভিষেক পোড়েলের দস্তানায় ধরা দেন চিরাগ। ১২৩ বলে ৬০ রান করেন জানি। মারেন ১০টি চার। সৌরাষ্ট্র ৩৪৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জয়দেব উনাদকাট। আপাতত ১৬৯ রানে এগিয়ে রয়েছে সৌরাষ্ট্র।
ব্যাট চালাচ্ছেন প্রেরক
৯৩তম ওভারে আকাশ দীপের বলে ৩টি চার মারেন প্রেরক মানকড়। প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের স্কোর ৬ উইকেটে ৩৩৫ রান। চিরাগ ৫৯ ও প্রেরক ১২ রানে অপরাজিত রয়েছেন।
অর্পিত বাসবদা আউট
দিনের প্রথম ওভারেই অর্পিত বাসবদার উইকেট তুললেন মুকেশ কুমার। ৮৭.৫ ওভারে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা দিয়ে মাঠ ছাড়েন অর্পিত। ১৫৬ বলে ৮১ রান করেন অর্পিত। মারেন ১১টি চার। সৌরাষ্ট্র ৩১৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্রেরক মানকড়।
তৃতীয় দিনের খেলা শুরু
তৃতীয় দিনে পুনরায় ব্যাট করতে নামেন গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান চিরাগ জানি ও অর্পিত বাসবদা। বোলিং শুরু করেন মুকেশ কুমার। চতুর্থ বলে ১ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন চিরাগ।
সরাসরি জয় ছাড়া রাস্তা খোলা নেই বাংলার সামনে
সৌরাষ্ট্র ইতিমধ্যেই প্রথম ইনিংসের নিরিখে লিড নেওয়ায় ম্যাচ ড্র হলে চ্যাম্পিয়ন ঘোষিত হবেন জয়দেব উনাদকাটরা। সুতরাং, বাংলাকে চ্যাম্পিয়ন হতে হলে ম্যাচে সরাসরি জয় তুলে নেওয়া ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই মনোজ তিওয়ারিদের সামনে। সেক্ষেত্রে প্রথম ইনিংসের খামতি মিটিয়ে দ্বিতীয় ইনিংসে বড় রানের ইনিংস গড়তে হবে বাংলাকে।
বাংলার সম্ভাবনা কতটা, বোঝা যাবে তৃতীয় দিনে
ম্যাচের প্রথম ২ দিনেই ব্যাকফুটে চলে গিয়েছে বাংলা। তা সত্ত্বেও হাল ছাড়তে নারাজ বাংলা শিবির। কোচ লক্ষ্মীরতন ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী। তবে তৃতীয় দিনে সৌরাষ্ট্রকে কত তাড়াতাড়ি অল-আউট করতে পারবে বাংলা এবং তার পরে ব্যাট হাতে কতটা দৃঢ়তা দেখাতে পারবেন মনোজরা, তার উপর নির্ভর করবে বাংলার লড়াইয়ে ফেরার সম্ভাবনা। সব মিলিয়ে তৃতীয় দিনের খেলার শেষেই দেওয়াল লিখন পড়া যাবে নিশ্চিত।
দ্বিতীয় দিনের স্কোর
দ্বিতীয় দিনে মোটে ৩টি উইকেট হারায় সৌরাষ্ট্র। বাংলার ১৭৪ রানের জবাবে তারা দ্বিতীয় দিনের শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৩১৭ রান তোলে। হার্ভিক দেশাই ৫০ ও শেল্ডন জ্যাকসন ৫৯ রান করে আউট হন। অর্পিত বাসবদা ৮১ ও চিরাগ জানি ৫৭ রান করে নট-আউট থাকেন। ২টি করে উইকেট নেন মুকেশ কুমার ও ইশান পোড়েল। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ইতিমধ্যেই ১৪৩ রানের লিড রয়েছে সৌরাষ্ট্রের হাতে।
প্রথম দিনের স্কোর
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলা তাদের প্রথম ইনিংসে ১৭৪ রানে অল-আউট হয়ে যায়। শাহবাজ আহমেদ ৬৯ ও অভিষেক পোড়েল ৫০ রান করেন। ৩টি করে উইকেট নেন জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়া। পালটা ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৮১ রান তোলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।