লাগাতার তিন ফর্ম্যাটে খেলে চলেছেন। বাড়তি ক্রিকেটের বোঝা কমানোর জন্য কি মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো তারকাদের একটি ফর্ম্যাটে খেলা ছেড়ে দেওয়া উচিত?
নেদারল্যান্ডস সফরের আগে সাংবাদিক বৈঠকে পাকিস্তানের অধিনায়ককে এমনই প্রশ্ন করা হয়েছিল। তাতে বাবর এমন উত্তর দিলেন যে তা ভাইরাল হয়ে গিয়েছে। তিনি বলেন, ‘দেখুন (প্রশ্নকর্তা তথা সাংবাদিককে উদ্দেশ্যে করে), আপনি যে প্রশ্ন করেছেন, তাতে বলব যে ওই বিষয়টা ফিটনেসের উপর নির্ভর করে। এখন যেরকম ফিটনেস আছে, তাতে আমি ভাবিনি যে দুটি ফর্ম্যাটে খেলব।'
তারপরই ওই সাংবাদিকের উদ্দেশ্য পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক বাবর বলেন, 'আপনার কি মনে হয়, আমি বুড়ো হয়ে গিয়েছি? নাকি আমরা বুড়ো হয়ে গিয়েছি? আপনার মনে হয়? আমার তো মনে হয় না। যদি বাড়তি ওয়ার্কলোড পড়ে, তাহলে আমাদের আরও ফিট হতে হবে। আমাদের ফিটনেসের স্তর বাড়াতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।