এবার ফাইনালে নোভাক জকোভিচের প্রতিপক্ষ গ্রিসের টেনিস খেলোয়াড় স্টেফানোস সিসিপাস। তাঁর সঙ্গে ফাইনালে সাক্ষাৎ হবে জকোভিচের। এই ম্যাচ জিতলেই একজন খেলোয়াড় হিসাবে রাফায়েল নাদালের সবচেয়ে বেশি শিরোপা জয়ের সংখ্যার সমান হয়ে যাবে নোভাক। নোভাক জকোভিচ শুক্রবার আমেরিকান টমি পলকে বিধ্বস্ত করে দেন। প্রথম সেটে টমি কিছুটা লড়াই চালিয়ে ফল করেছিলেন ৭-৫। তবে তারপরে আর দাঁড়াতেই পারেননি টমি। পরের দুটি সেটে ৬-১ ও ৬-২ জেতে নোভাক। এই জয়ের ফলে গত বছর করোনা সংক্রান্ত নানা বিতর্ককে পিছনে ফেলে দিয়েছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।