ENG vs AUS 4th Test: বৃষ্টির জেরে ম্যাঞ্চেস্টার টেস্টের পঞ্চম দিনে খেলা হল না। তার জেরে হারের মুখ থেকে রক্ষা পেলে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে অ্যাশেজ ধরে রাখলেন অজিরা। ২০১৭ সাল থেকে ইংল্যান্ডকে অ্যাশেজ ছুঁতে দিলেন না ইংরেজদের।
বৃষ্টি হচ্ছে ম্যাঞ্চেস্টারে, হতাশ বেন স্টোকস। (ছবি সৌজন্যে রয়টার্স)
ব্যাজবলের উপর কি প্রসন্ন হলেন না ইন্দ্রদেব? নাকি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার উপর কিছুটা বেশি প্রসন্ন হলেন বৃষ্টির দেবতা? দীর্ঘদিন সম্ভবত সেই দুটি প্রশ্নের উত্তর খুঁজবে ইংল্যান্ড। কারণ বৃষ্টির জন্য ম্যাঞ্চেস্টারে পঞ্চম দিনের খেলা ভেস্তে যাওয়ায় অ্যাশেজের চতুর্থ টেস্ট ড্র হয়ে গেল। যা ব্যাজবল জমানায় টেস্টে ইংল্যান্ডের প্রথম ড্র। আর সেই ড্রয়ের সুবাদে ২০১৭ সাল থেকে টানা নিজেদের কাছে অ্যাশেজ রেখে দিল অস্ট্রেলিয়া। ওভালে শেষ টেস্টে ইংল্যান্ড জিতলে সিরিজের ফল ২-২ হবে। কিন্তু গতবারের অ্যাশেজে যেহেতু প্যাট কামিন্স, স্টিভ স্মিথরা জিতেছিলেন, তাই পঞ্চম টেস্টে হারলেও তাঁদের হাতেই সেই ঐতিহাসিক ট্রফি থাকবে।
আর ওভালে ইংল্যান্ড যে সেই ঐতিহাসিক ট্রফি ফিরিয়ে আনার চেষ্টাটুকুও করতে পারবে না, সেটার জন্য স্রেফ নিজেদের ভাগ্যকে দুষতে পারেন বেন স্টোকসরা (অত্যন্ত ম্যাঞ্চেস্টারের ক্ষেত্রে, কারণ প্রথম দুটি টেস্টে নিজেদের ভুলের জেরে হেরেছিল ইংল্যান্ড)। কারণ চতুর্থ দিনের শেষেও ম্যাঞ্চেস্টারে প্রবল চাপে ছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৬১ রানে পিছিয়ে ছিল। হাতে পড়েছিল পাঁচ উইকেট। অর্থাৎ অভাবনীয় কিছু না ঘটলে অ্যাশেজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও ২-২ করে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ত ইংল্যান্ড। ওভালে হত সিরিজের ফয়সালা। সেইসঙ্গে ২০১৭ সালের পর আবারও অ্যাশেজ ছোঁয়ার আশা জিইয়ে রাখত ইংল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।