বাংলা নিউজ > ময়দান > ৪০ বছর বয়সে ২২ গজে আগুনে মেজাজে সাংসদ মাশরফি, ঢাকা প্রিমিয়ার লিগে গড়লেন নয়া নজির
পরবর্তী খবর
৪০ বছর বয়সে ২২ গজে আগুনে মেজাজে সাংসদ মাশরফি, ঢাকা প্রিমিয়ার লিগে গড়লেন নয়া নজির
1 মিনিটে পড়ুন Updated: 28 Mar 2023, 09:09 AM ISTTania Roy
মাশরফি এখন ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অফ রূপগঞ্জ ক্লাবের হয়ে খেলছেন। আর সেখানেই তিনি ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন। সোমবার ঢাকা মহমেডানের বিরুদ্ধে ম্যাচ ছিল। আর সেই ম্যাচে মাশরফি ২৩ রানে দিয়ে ৫ উইকেট নেন।
মাশরফি বিন মোর্তাজা।
বয়সটা নেহাৎ-ই সংখ্যা মাত্র। সেটার প্রমাণ এ বার দিলেন মাশরফি বিন মোর্তাজা। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি এখনও ২২ গজ কাঁপাচ্ছেন। আবার সাংসদ হিসেবে দেশের উন্নতির চেষ্টাও করে চলেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের পারফরম্যান্স নজর কাড়া। আর তার পরেই ফের বাংলাদেশ ক্রিকেটে উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে মাশরফির নাম।
মাশরফি এখন ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অফ রূপগঞ্জ ক্লাবের হয়ে খেলছেন। আর সেখানেই তিনি ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন। সোমবার ঢাকা মহমেডানের বিরুদ্ধে ম্যাচ ছিল। আর সেই ম্যাচে মাশরফি ২৩ রানে দিয়ে ৫ উইকেট নেন। তবে তিনি খুব বুদ্ধি করে বল করছেন এখন। বয়স হয়ে যাওয়ার কারণে জোরে বোলিং ছেড়ে চার-পাঁচ পা দৌড়ে মিডিয়াম পেস বোলিং করছেন। আর তাতেই ত্রাহি ত্রাহি রব উঠছে বিপক্ষের ব্যাটারদের।
এই যেমন প্রাক্তন ক্রিকেটার ইমরুল কায়েসের স্টাম্প ছিটকে দেন তিনি। মাশরফির বল বুঝতেই পারেননি কায়েস। পরের চারটি উইকেট মাত্র ১৭ রানে নিয়েছেন। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন মাশরফি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।