মুখ দেখিয়ে তবেই সচিনকে প্রমাণ করতে হচ্ছে তিনি যথার্থই ক্রিকেটের অবিসংবাদিত ঈশ্বর। কেননা মাস্টার ব্লাস্টারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ভেরিফায়েড নীল টিক নেই!
ভারতের বিরুদ্ধে টেস্ট ইনিংসে ১০ উইকেট নেওয়ার পরে রবিচন্দ্রন অশ্বিন আবিষ্কার করেছিলেন যে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানো কিউয়ি স্পিনার আজাজ প্যাটেলেরে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কোনও ভেরিফায়েড ব্লু টিক নেই। তিনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরার পরেই আজাজের টুইটার অ্যাকাউন্টে নীল টিক পড়ে। তবে সচিন তেন্ডুলকরের টুইটার অ্যাকাউন্টে এখন যে নীল টিক নেই, সেটা এতদিন নজর এড়িয়ে যায় সবার।
এমন অবাক করা বিষয়টি নজরে পড়ে জনৈক সচিন অনুরাগীর। ৫০-এ পা দেওয়ার আগে সচিন টুইটারে অনুরাগীদের প্রশ্নের উত্তর দেওয়ার সিদ্ধান্ত নেন। সেখানেই অভিষেক নামক এক টুইটার ব্যবহারকারী সংশয় প্রকাশ করেন তেন্ডুলকরের টুইট অ্যাকাউন্টটি যথাযথ নাকি ফেক, সে বিষয়ে। সচিনের মতো কিংবদন্তির টুইটার অ্যাকাউন্টে ভেরিফায়েড নীল টিক থাকবে না, এটা দেখে সংশয় হওয়া স্বাভাবিক।
তিনি সরাসরি সচিনকে প্রশ্ন করে বসেন যে, ‘আপনার অ্যাকাউন্টে নীল টিক নেই। কীভাবে বুঝব আপনি সত্যি সত্যি সচিন তেন্ডুলকর কিনা?’
মাস্টার ব্লাস্টার জবাবে দিতে কুণ্ঠা বোধ করেননি। তিনি অনুরাগীর আগ্রহ নিরসন করেন নিজস্ব ভঙ্গিতে। নিজের টুইট অ্যাকাউন্টের যথার্থতা প্রমাণ করতে সচিন নিজের একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে আঙুল দিয়ে টিক চিহ্ন দেখাতে দেখা যায়। ক্যাপশনে সচিন লেখেন, ‘এখনও পর্যন্ত এটাই আমার ব্লু টিক ভেরিফিকেশন।’
আসলে আগে সচিনের টুইটার অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্লু টিক ছিল। তবে টুইটারের সাবসক্রিপশনজনীত নতুন নিয়মের জন্য বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তেন্ডুলকরও নিজের অ্যাকাউন্টের ব্লু টিক হারিয়েছেন। অর্থাৎ, তাঁর টুইটার অ্যাকাউন্ট এখন আর ভেরিফায়েড নয়।
সচিন সোশ্যাল মিডিয়ার এই প্রশ্নোত্তর পর্বে বেশ কিছু অজানা ঘটনার কথা সামনে আনেন। তিনি জানান যে, লর্ডসে একবার ছেলে অর্জুন তেন্ডুলকরের বলে আউট হয়েছিলেন। মাস্টার ব্লাস্টার এও জানান যে, তিনি স্ট্রেট ড্রাইভ মারলে বুঝতে পারতেন তাঁর শরীরের ভারসাম্য যথাযথ রয়েছে। তাঁর অন্যতম পছন্দের শট হল স্ট্রেট ড্রাইভ। সচিন কোনও রাখঢাক না করে জানিয়ে দেন, তাঁর পছন্দের ফুটবলার হলেন লিওনেল মেসি। ওয়াংখেড়ে ছাড়া সচিনের সব থেকে পছন্দের স্টেডিয়াম যে চিপক, সেটাও জানা যায় এই প্রশ্নোত্তর পর্বেই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।