Zomato-Swiggy Charge Hiked by 20 percent: অনলাইনে খাবার অর্ডারে বাড়ল খরচ, এক লাফে ২০% চার্জ বৃদ্ধি সুইগি-জোমাটোর Updated: 15 Jul 2024, 02:31 PM IST Abhijit Chowdhury ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোমাটো এবং সুইগি আবারও তাদের প্ল্যাটফর্ম ফি বাড়াচ্ছে। এক লাফে ২০ শতাংশ চাজ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে এই দুই ফুড ডেলিভারি সংস্থা। এর ফলে অবশ্য গ্রাহকদের পকেটে খুব বেশি চাপ পড়বে না বলে দাবি করা হচ্ছে।