সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার। নয়া সংসদ ভবনে প্রথম বিল হিসেবে সেটি পেশ করা হয়েছে। তবে যদিও সেই বিলকে নরেন্দ্র মোদী সরকারের 'জুমলা' হিসেবে দাবি করেছে বিরোধী দলগুলি। বিরোধী নেতাদের দাবি, ২০২৪ সালের ভোটের বৈতরণী পার করতে মহিলা সংরক্ষণের হাওয়া তুলতে চাইছে মোদী সরকার।